হোম /খবর /খেলা /
বাংলার শাহবাজেই বিরাট ভরসা রাখেন কোহলি! আইপিএলে ফের জ্বলে উঠতে চান

বাংলার শাহবাজেই বিরাট ভরসা রাখেন কোহলি! আইপিএলে ফের জ্বলে উঠতে মরিয়া অলরাউন্ডার

শাহবাজকে ২ কোটি ৪০ লাখে রেখে দিয়েছে আরসিবি

শাহবাজকে ২ কোটি ৪০ লাখে রেখে দিয়েছে আরসিবি

  • Share this:

শাহবাজ ভরসার নাম

অলরাউন্ডার শাহবাজ আহমেদ নিজের ব্যাটিংয়ে সাম্প্রতিক সময় প্রভাবিত করছেন গোটা দেশকে। হরিয়ানার মাইয়ান এলাকার শাহবাজ আহমেদ রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলেন এবং গত কয়েক বছরে তিনি বাংলা দলকে নির্ভরতা দিয়েছেন।

দেশের অন্যতম ধারাবাহিক ঘরোয়া ক্রিকেটার

এর আগে আন্দ্রে রাসেলকে পরপর দুটি ছক্কা মেরে বদলা পুরো করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আগে শাহবাজ আহমেদ রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দুর্দান্ত প্রদর্শন করেন। তিনি ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে নির্ভরতা যুগিয়েছেন।

অবাক করার মত পরিসংখ্যান

বোলিংয়ে তিনি ভাল পারফরমেন্স করেছেন। শাহবাজ গত তিন বছরে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টিমের অংশ। বাঁহাতি ব্যাটসম্যান ও বাঁ-হাতি স্পিনার শাহবাজ আইপিএলে ১৫ টি ম্যাচ খেলে ফেলেছেন। ১৫ টি মাঝে তার নামে ১০.৮৮ ঘরে ৮৭ রান রয়েছে। নামের ৭.১৮ ইকোনমিতে রয়েছে শাহবাজের নামে রঞ্জি ট্রফিতে একটা হ্যাটট্রিক রয়েছে।

রোল মডেল জাদেজা

তিনি ভারতীয় অলরাউন্ডার এবং চেন্নাই সুপার কিংস এর বর্তমান ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজাকে নিজের রোল মডেল মনে করেন। বিরাট কোহলি শাহবাজকে বড় সার্টিফিকেট দিয়েছেন।

কোহলির অন্যতম প্রিয়

বিরাট মনে করেন শাহবাজ তিনটি বিভাগেই দুর্দান্ত। মনোজ তিওয়ারিই তাঁকে খুঁজে আনেন ক্লাব ক্রিকেট থেকে। আরসিবির হয়ে খেলা ছাড়াও ভারতের জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন শাহবাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার অভিষেক হয়েছিল।

বরফ শীতল মানসিকতা

ঘরোয়া ক্রিকেটে শাহবাজ ১৫ টির বেশি ম্যাচ খেলে ৬০০ র বেশি রান করেন। ব্যাটিং গড় ৩৯.৫৪। লিস্ট এ ক্রিকেটে ২০ টির বেশি উইকেট আছে তার। শাহবাজ ঠান্ডা মাথার ছেলে। চাপ নিতে জানেন। কঠিন পরিস্থিতিতেও ভয় পান না। সম্প্রতি বাংলার হয়ে রঞ্জি ফাইনালে ইডেনে লড়াকু ইনিংস খেলেছিলেন।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: RCB, Shahbaz ahmed