আজ ধারাভাষ্যকারের ভূমিকায় শাহরুখ !
Last Updated:
অস্ট্রেলিয়ায় গত বছর বিশ্বকাপেই ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছিল বিগ বি-কে ৷ এবার বলিউডের আরেক মহাতারকাকেও ওই একই ভূমিকায় দেখা যাবে ৷ আজ বেঙ্গালুরুতে ভারত-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যকারদের তালিকায় থাকছে শাহরুখ খানের নামও ৷
#মুম্বই: অস্ট্রেলিয়ায় গত বছর বিশ্বকাপেই ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছিল বিগ বি-কে ৷ এবার বলিউডের আরেক মহাতারকাকেও ওই একই ভূমিকায় দেখা যাবে ৷ আজ বেঙ্গালুরুতে ভারত-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যকারদের তালিকায় থাকছে শাহরুখ খানের নামও ৷ তবে মাঠের কমেন্ট্রি বক্সে নয়, ‘বলিউডের বাদশা’ থাকবেন সম্প্রচার সংস্থার মুম্বইয়ের স্টুডিওয়ে ৷ সেখান থেকেই কমেন্ট্রি করার কথা শাহরুখের ৷
অভিনয়ের সঙ্গে শাহরুখের ময়দান প্রেম সর্বজন বিদিত। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম মালিক তিনি। সুতরাং, ক্রিকেট ময়দানে ধারাভাষ্যের ভূমিকায় ‘বলিউড বাদশা’ যে ‘হট চয়েস’ তাতে কোনও সন্দেহ নেই। ‘রইস’ ছবির শ্যুটিং চললেও
Location :
First Published :
March 23, 2016 6:27 PM IST