IPL Final 2024: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কুছ পরোয়া নেহি! KKR-র সমর্থণে গ্যালারিতেই গলা ফাটাবেন শাহরুখ খান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL Final 2024: শাহরুখ খান মেগা ম্যাচের ফাইনালে হাজির থাকবেন চেন্নাইয়ের মাঠে
মুম্বই: আর কয়েক ঘণ্টা তারপরেই চেন্নাইতে আইপিএল ২০২৪- মেগা ফাইনাল৷ মুখোমুখি লড়াইতে কেকেআর বনাম এসআরএইচ৷ আইপিএল প্রথম প্লে অফে আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল কেকেআর ও এসআরএইচ৷ সেই ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান৷ কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান, ভর্তি হয়েছিলেন হাসপাতালে৷
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিন পর, অভিনেতা শাহরুখ খান রবিবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) মধ্যে ফাইনাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচের জন্য চেন্নাই পৌঁছে গেছেন। তাঁর স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং দুই ছেলে ছেলে আরিয়ান খান এবং আবরাম খানকেও মুম্বই থেকে চেন্নাইতে যেতে দেখা গেছে ৷ রইল ভিডিও
advertisement
Off to cheer on the Knights! 🧿 King Khan heading to Chennai to support KKR and lead them to victory in the IPL finals! Let’s go, Kolkata!💜🤞🏻@iamsrk @KKRiders @KKRUniverse #ShahRukhKhan #SRHvsKKR #KKR #IPL2024 #IPL #KingKhan #AmiKKR pic.twitter.com/dRQFxsEYbX
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) May 26, 2024
advertisement
advertisement
শাহরুখ, গৌরী, সুহানা, আব্রাম চেন্নাই উড়েছেন
শাহরুখকে একটি প্রিন্টেড হুডি পরে থাকা অবস্থায় দেখা গেছে৷ বিমানবন্দরে প্রবেশের সময় তাঁর মাথা হুডি দিয়ে ঢাকা ছিল৷ ডেনিম শার্ট, প্যান্ট ও সানগ্লাসে পরেছিলেন গৌরী খানকে।
—- Polls module would be displayed here —-
সুহানা খান একটি জলপাই সবুজ টি-শার্ট এবং ডেনিম পরেছিলেন। আরিয়ান খান একটি সাদা টি-শার্ট এবং গ্রে ট্রাউজার্স পরেছিলেন। আবরাম খানকে কালো টি-শার্ট ও প্যান্টে দেখা গেছে।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ
শাহরুখ, গৌরি খান, সুহানা এবং আবরাম খান বৃহস্পতিবার আহমেদাবাদের কেডি হাসপাতাল থেকে অভিনেতাকে ছাড়ার পরে মুম্বই ফিরে আসেন।
advertisement
ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের কারণে বুধবার তাঁকে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরবাদেের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে আহমেদাবাদে ছিলেন অভিনেতা।
অভিনেতা কেকেআর কোয়ালিফায়ার ১ ম্যাচে অংশ নিয়েছিলেন
শাহরুখের সঙ্গে ছিলেন সুহানা, আবরাম এবং ম্যানেজার পূজা দাদলানি। জুহি চাওলা এবং জয় মেহতা, KKR-এর অন্যতম কর্ণধার, এবং সুহানার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে, শানায়া কাপুর, নব্য নন্দা এবং অগস্ত্য নন্দাও মঙ্গলবার সন্ধ্যায় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, SRH-এর বিরুদ্ধে KKR কোয়ালিফায়ার ১ ম্যাচের জন্য উল্লাস করছেন৷
ম্যাচের পর শাহরুখ, সুহানা এবং আবরাম নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ঘুরে কোলে নিয়ে দর্শকদের গ্রিট করেন। তিনি শুধু হাত জোড় করে দর্শকদের মন জিতে নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 5:13 PM IST