ব্যাট-বল হাতে বেলজিয়ামের রাজা-রাণী, সঙ্গে বীরুও

Photo: PTI

Photo: PTI

রাজা বনাম নবাব। মুম্বইয়ের ওভাল ময়দানে জমজমাট লড়াই।

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: রাজা বনাম নবাব। মুম্বইয়ের ওভাল ময়দানে জমজমাট লড়াই। একদিকে নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ। অন্যদিকে বেলজিয়ামের রাজা ফিলিপ।

    PTI11_10_2017_000021B

    ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বইতে বীরু। আর এদিকে ভারত সফরে বেলজিয়ামের রাজা-রানি। শুধু রাজা-নবাবের লড়াই নয়। অংশ নিয়েছিল মুম্বইয়ের একঝাঁক স্কুল পড়ুয়া। ম্যাচ শেষে রাজা ফিলিপকে নিজের সই করা ব্যাট উপহার দেন বীরেন্দ্র সেহওয়াগ।

    First published:

    Tags: Belgian Royal Couple, UNICEF, Virender Sehwag