ব্যাট-বল হাতে বেলজিয়ামের রাজা-রাণী, সঙ্গে বীরুও

Last Updated:

রাজা বনাম নবাব। মুম্বইয়ের ওভাল ময়দানে জমজমাট লড়াই।

#মুম্বই: রাজা বনাম নবাব। মুম্বইয়ের ওভাল ময়দানে জমজমাট লড়াই। একদিকে নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ। অন্যদিকে বেলজিয়ামের রাজা ফিলিপ।
PTI11_10_2017_000021B
ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বইতে বীরু। আর এদিকে ভারত সফরে বেলজিয়ামের রাজা-রানি। শুধু রাজা-নবাবের লড়াই নয়। অংশ নিয়েছিল মুম্বইয়ের একঝাঁক স্কুল পড়ুয়া। ম্যাচ শেষে রাজা ফিলিপকে নিজের সই করা ব্যাট উপহার দেন বীরেন্দ্র সেহওয়াগ।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাট-বল হাতে বেলজিয়ামের রাজা-রাণী, সঙ্গে বীরুও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement