Swimmer Sayani Das: ইংলিশ চ্যানেল অতীত, এবার হাঙরে ভরা মলোকাই! বাংলার সায়নীর নতুন চ্যালেঞ্জ

Last Updated:

Swimmer Sayani Das: হাঙর আর কারেন্ট। পদে পদে বিপদ। তবে এই চ্যালেঞ্জ জিতলে বাংলার সায়নী ইতিহাসে নাম তুলবেন।

#বর্ধমান: হাওয়াই দ্বীপপুঞ্জে মলোকাই চ্যানেল পার হওয়ার অভিযান শুরু করেছেন সায়নী। পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস আজ সকালে অভিযান শুরু করেছেন। ভারতীয় সময় সকাল সাড়ে নটার পর অভিযান শুরু করেছেন সায়নী।
ইতিমধ্যেই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটারিনা চ্যানেল জয়ের সম্মান। সফল হলে এশিয়ার প্রথম মহিলা হিসেবে তিনিই হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার হবেন। সেই কঠিন বাধা অতিক্রমের লক্ষ্যে পড়তে হবে শার্ক শিল্ড। ভয়ঙ্কর সব জলজ প্রাণী রয়েছে এই চ্যানেলে।
আরও পড়ুন- আইপিএলের এই নিয়ম বোকা বোকা! কোন নিয়মের বিপক্ষে মাহেলা জয়বর্ধনে?
পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখার পর আজ সায়নীর সফরসূচী চূড়ান্ত করে চ্যানেল কর্তৃপক্ষ।  দীর্ঘদিন ধরেই এই চ্যানেল জয়ের জন্য অনুশীলন চালাচ্ছিলেন সায়নী। পুরীর সমুদ্রের পর ভাগীরথীতে সাঁতার কেটেছেন দিনের পর দিন। কালনার জলকন্যা সায়নী দাস গত ২৭ মার্চ মলোকাই চ্যানেল পার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
advertisement
advertisement
মলোকাই জয় করলে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে  নাম লেখা হবে ইতিহাসের পাতায়। ২০২০-র সেপ্টেম্বরে মলোকাই চ্যানেলে নামার কথা ছিল সায়নীর। চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত সম্মতিও মিলেছিল। সারা হয়ে গিয়েছিল সমস্ত প্রস্তুতিও। কিন্তু করোনা আবহের জেরে বাতিল করতে হয় সেই কর্মসূচি।
২০১৭, ২০১৮, ২০১৯-এ তিনি অতিক্রম করে ফেলেছেন ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল আর ক্যাটালিনা চ্যানেল। তবে এবারের চ্যালেঞ্জ যথেষ্ট কঠিন। পদে পদে রয়েছে জলজ প্রাণীদের মুখোমুখি হওয়ার ঝুঁকি। তবে সব সামলে সফল হওয়ার ব্যাপারে যথেষ্টই প্রত্যয়ী কালনার জলকন্যা। তাঁর সাফল্যের খবর পেতে উদগ্রীব পরিবার পরিজনেরা।
advertisement
আরও পড়ুন- ঋদ্ধিমান সাহার রহস্যময় টুইট! আবার কাকে টার্গেট করলেন বাংলার ক্রিকেটার!
হাওয়াই দ্বীপপুঞ্জের থেকে ৪৪ কিমি দূরত্বের এই চ্যানেল পার হওয়া বেশ কঠিন চ্যালেঞ্জ। প্রশান্ত মহাসাগরের মলোকাই চ্যানেল পার হওয়ার অন্যতম সমস্যা জলের ভিতরে হাঙরের মতো ভয়ঙ্কর জলজ প্রাণীর আনাগোনা ও কারেন্ট। এসব কারণেই ইচ্ছে থাকলেও বহু সাঁতারুই মলোকাই চ্যানেলে নামতে চান না। সেই কঠিন অভিযান শুরু করে দিয়েছেন সায়নী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Swimmer Sayani Das: ইংলিশ চ্যানেল অতীত, এবার হাঙরে ভরা মলোকাই! বাংলার সায়নীর নতুন চ্যালেঞ্জ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement