ধোনিকে আর নেতা চান না মহারাজও !

Last Updated:

সময় এসেছে ধোনির থেকে অধিনায়কের ব্যাটন বিরাটে হাতে তুলে দেওয়ার। ভারতীয় ক্রিকেটে মাহি যুগের বিদায় ঘণ্টা বাজিয়ে নির্বাচকদের এই পরামর্শ প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এক জাতীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মহারাজ জানিয়েছেন, চার বছর পরে বিশ্বকাপে যদি ধোনি নেতৃত্বে দেন, তা-হলে তিনি অবাকই হবেন।

#কলকাতা :  সময়টা মোটেই ভাল যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। কোথায় গিয়ে যেন ধাক্কা খাচ্ছে তাঁর বিখ্যাত ‘মাহি-ওয়ের’। ঘরের মাঠে বিশ্বকাপে হারের পরেই প্রাক্তনরা বলতে শুরু করেছিলেন অধিনায়ক ধোনির শেষের শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। দিন কয়েক আগে মাহির হয়ে ব্যাট ধরেছিলেন মহারাজ। দাবি করেছিলেন একটা দলে এত চোটাঘাত থাকলে একজন অধিনায়কের পক্ষে দল চালানো সম্ভব নয়। কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে মহারাজ মনে করেন এবার সময় এসেছে এবার ব্যাটন বিরাটের হাতে তুলে দেওয়ার।
বিশ্ব ক্রিকেটে প্রতিটি দলই তাদের ভবিষ‍্যৎ ভাবনা শুরু করেছে। নির্বাচকদের কাছে তাঁর প্রশ্ন, ধোনির পক্ষে কী আগামী তিন-চার বছরে অধিনায়ক হিসেবে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব ? অধিনায়ক ধোনির সক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। কিন্তু পরের বিশ্বকাপ পর্যন্ত কি দেশকে এ ভাবে তিনি নেতৃত্ব দিতে পারবেন ?
ধোনির ক্রিকেট ছাড়ার কোনও প্রয়োজন নেই। কারণ, মাহিকে এখনও ভারতীয় ক্রিকেটের প্রয়োজন। বিশেষ করে টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে ধোনিকে এখনও প্রয়োজন। এরমধ্যেই বিরাটের জন্য সওয়াল করেছেন মহারাজ। সৌরভের মতে, ‘‘সময় এসেছে ব্যাটন বিরাটের হাতে তুলে দেওয়ার। কারণ এই সময়ে দাঁড়িয়ে বিরাটের থেকে আর কাউকে ভালো বলা সম্ভব নয়। বিশেষ করে মাঠের মধ্যে কোহলির আগ্রাসন বাকিদের থেকে তাঁকে এগিয়ে রাখছে। টেস্ট অধিনায়ক হিসেবেও বিরাটের রেকর্ড বেশ ভাল। ’’
advertisement
advertisement
সৌরভের এই প্রশ্ন উসকে দেওয়ার মধ্যেই এক জাতীয় দৈনিকের দাবি, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেও দূরত্ব বাড়ছে মহেন্দ্র সিং ধোনির। বিশেষ করে নবম আইপিএলে অশ্বিনকে ব্যবহার করা নিয়ে প্রশ্নের মুখে মাহির অধিনায়কত্ব। সবমিলিয়ে বেশ চাপেই আছেন ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল। কারণ, আসন্ন জিম্বাবোয়ে সফরে তাঁর হয়তো যাওয়া হচ্ছে না। তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের নেতৃত্ব দিতে পারেন অজিঙ্কা রাহানে।
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনিকে আর নেতা চান না মহারাজও !
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement