Saurashtra Batsman Avi Barot Passes Away: হঠাৎ হৃদরোগে আক্রান্ত, ২৯ বছরেই মৃত্যু হল সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অভি বরতের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৯-২০ সালে রনজি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের সদস্যও ছিলেন বরত৷ গুজরাত এবং হরিয়ানার হয়েও রনজি ট্রফিতে খেলেছেন তিনি (Saurashtra Batsman Avi Barot Passes Away)৷
#রাজকোট: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সেই মৃত্যু হল সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অভি বরতের৷ ভারতের অনুর্ধ্ব ১৯ দলের প্রাক্তন অধিনায়কও ছিলেন অভি (Saurashtra Batsman Avi Barot Passes Away)৷ তরুণ এই ক্রিকেটারের আচমকা প্রয়াণে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে৷
২০১৯-২০ সালে রনজি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের সদস্যও ছিলেন বরত (Avi Barot)৷ গুজরাত এবং হরিয়ানার হয়েও রনজি ট্রফিতে খেলেছেন তিনি৷
শুক্রবার নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অভি (Avi Barot Death)৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অবশ্য মৃত্যু হয় তাঁর৷ অভি ব্যারটের মা এবং স্ত্রী রয়েছেন৷ তাঁর স্ত্রী আবার সন্তানসম্ভবা৷
advertisement
সৌরাষ্ট্র (Saurashtra) ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, 'বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অভি৷ সঙ্গে সঙ্গেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অ্যাম্বুল্যান্সেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ ও খুবই প্রাণবন্ত ছেলে ছিল এবং ওর প্রতিভা দেখেই ওকে আমি হরিয়ানা থেকে সৌরাষ্ট্রে নিয়ে আসি৷'
advertisement
জয়দেব শাহ আরও জানিয়েছেন, মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই অভির বাবার মৃত্যু হয়৷ জয়দেবের কথায়, 'অভির স্ত্রী এখন চার মাসের সন্তানসম্ভবা৷ এই ঘটনা মেনে নিতে আমারও বেশ কিছুটা সময় লাগবে৷'
গত সপ্তাহেই স্থানীয় একটি টুর্নামেন্টেও অংশ নেন শুভ৷ ডান হাতি এই ব্যাটসম্যান অফ ব্রেক বোলিংও করতে পারতেন৷
advertisement
বরত এখনও পর্যন্ত ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন৷ ৩৮টি লিস্ট এ এবং ২০টি ঘরোয়া টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন৷ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে ১৫৪৭ রান করেন অভি৷ লিস্ট এ-তে তাঁর সংগ্রহ ছিল ১০৩০ রান এবং টি টোয়েন্টিতে তিনি ৭১৭ রান করেছিলেন৷
২০১৯-২০ সালে রনজি ট্রফির ফাইনালে বাংলার বিরুদ্ধে খেলেছিলেন অভি৷ সেই ম্যাচে অর্ধশতরানও করেন তিনি৷ এ বছরই সইদ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ৫৩ বলে ১২২ রান করে সবার নজর কেড়ে নিয়েছিলেন অভি৷ ২০১১ সালে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি৷ বরতের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2021 8:46 PM IST