এই না হলে রাজা! জীবন বাঁচাতে সৌদির ফুটবলারকে নিজের বিমানে পাঠালেন জার্মানি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Saudi Arabia defender Yasser Al Shahrani flown to Germany for surgery on order of crown Prince Mohammed bin Salman. সৌদির বিন সালমানের নির্দেশে জার্মানি নিয়ে যাওয়া হয়েছে ফুটবলার ইয়াসিরকে
#দোহা: মেসির আর্জেন্টিনার বিপক্ষে তখন এগিয়ে আছে সৌদি আরব। অতিরিক্ত সময় দেখিয়ে দিয়েছেন রেফারি। এমন সময় ঘটে গেল এক ভয়ানক কান্ড। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি। তার চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। মাঠেই দেখা গিয়েছিল রক্তারক্তি কান্ড।
মাথায় হাত দিয়ে বসে পড়েন সৌদির গোলরক্ষক। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। ম্যাচের শেষদিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মহম্মদ আল-ওয়াইস। এসময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশি ইয়াসির আলি শাহরানির মুখে।
advertisement
আরও পড়ুন - নতুন ভূমিকায় দেখা যাবে নেইমারকে, সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম দল তৈরি
অনেকটা সময় মাঠেই পড়েছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ফুটবলারকে। এক্স-রের পর জানা গেছে, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।
advertisement
advertisement
তার চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে সৌদি সরকার। ক্রাউন প্রিন্স নিজে নির্দেশ দিয়েছেন শাহরানির চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে। তিনি নিজেও খবর রাখছেন। তিনি আশা প্রকাশ করেছেন উপরওয়ালার ইচ্ছায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন সৌদির এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। তবে বিশ্বকাপ থেকে তিনি ছিটকে যাওয়ার কারণে সৌদি আরবের বড় ক্ষতি হয়ে গেল তাতে সন্দেহ নেই।
advertisement
আসলে এর আগে বিশ্বকাপের ইতিহাসে মিশর অথবা বেলজিয়ামকে হারানোর ঘটনা থাকলেও আর্জেন্টিনার মতো দলকে প্রথমবার হারাল গ্রিন ফ্যালকনরা। তবে উৎসবের মধ্যেও প্রিন্স সালমান যে চোট পাওয়া ফুটবলারের জন্য সব ব্যবস্থা করছেন এটাই বিরাট খবর ফুটবলপ্রেমীদের কাছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2022 1:31 PM IST