পঞ্চায়েত প্রধানের স্বামী রাতারাতি কোটিপতি! ৩ কোটি টাকা ব্যাঙ্কে, সঙ্গে মাহিন্দ্রা থার গাড়ি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL Dream-11 Team: আইপিএল চলাকালীন পঞ্জাব ও লখনউয়ের ম্যাচ চলাকালীন মাই-11 সার্কেল অ্যাপে বাজি ধরেছিলেন বিক্রম। একদিকে জিতেছেন ৩ কোটি টাকা, তার সঙ্গে তাঁরা একটি মাহিন্দ্রা থার গাড়িও পাবে।
কলকাতা: হরিয়ানার কর্নালের সুহানা গ্রামের এক যুবকের প্রতি ভাগ্য সদয় হয়েছে। পঞ্চায়েত প্রধানের স্বামী বিক্রম মাই সার্কেল 11-এ ৩ কোটি টাকার জ্যাকপট জিতেছেন। পুরস্কার হিসেবে একটি মাহিন্দ্রা থার গাড়িও পেয়েছেন বিক্রম। মাত্র ৪৯ টাকা বাজি ধরে বিক্রম মোট ৩ কোটি টাকা জিতেছে।
আইপিএল চলাকালীন পঞ্জাব ও লখনউয়ের ম্যাচ চলাকালীন মাই-11 সার্কেল অ্যাপে বাজি ধরেছিলেন বিক্রম। একদিকে জিতেছেন ৩ কোটি টাকা, তার সঙ্গে তাঁরা একটি মাহিন্দ্রা থার গাড়িও পাবে। মেয়ের নামে একটি আইডি তৈরি করেছিলেন বিক্রম। বিক্রমের স্ত্রী রেখা গ্রামের পঞ্চায়েত প্রধান এবং তার বাবা একজন শ্রমিক। তারা কিছু এলাকায় ভাড়ায় চাষাবাদও করেন।
advertisement
আরও পড়ুন- কোহলি অবসরের দিন জানিয়ে দিলেন! এক নাকি ২ বছর আর! ২০২৫-এর সব থেকে বড় ঘোষণা
ক্রম ড্রিম ইলেভেনে দুটি দলও রেখেছিলেন তাঁরা। ১ লাখ টাকা জিতেছিলেন সেখানেও। পরিবারে এখন আনন্দের পরিবেশ। বিক্রমের দুই মেয়ে। বিক্রম গত ৫-৬ বছর ধরে সিএইচসি কেন্দ্র পরিচালনা করে আসছেন। কর্নালের সুহানা গ্রামের বিক্রম কোটিপতি হওয়ার পর পরিবার ও গ্রামে আনন্দের পরিবেশ।
advertisement
advertisement
বিক্রম জানান, আইপিএলে পঞ্জাব এবং লখনউয়ের মধ্যে একটি ম্যাচ ছিল, যেখানে তিনি ₹ ৪৯ বিনিয়োগ করেছিলেন এবং ৩ কোটি টাকার প্রথম পুরস্কার এবং একটি মাহিন্দ্রা থার গাড়ি জিতেছিলেন। বিক্রম বলেন, এই খেলায় আসক্ত হবেন না, শখের জন্য অবশ্যই খেলবেন। তিনি My11Circle-এ ৪৯ টাকা বিনিয়োগ করে এই পুরস্কার জিতেছেন। বিক্রম নিজেই গ্রামের সিএসসি কেন্দ্রের অপারেটর এবং তার স্ত্রী গ্রামের সরপঞ্চ।
advertisement
আরও পড়ুন- ৩ কোটি ২০ লাখ টাকা জলে! হিট ক্রিকেটার IPL-এ ফ্লপ, এবার ছেঁটে ফেলবে SRH
আনন্দ প্রকাশ করে বিক্রমের মা মুক্তি বলেছেন, তাঁর ছেলে ৩ কোটি টাকা এবং একটি থার গাড়ি জিতেছে। পরিবারের সবাই খুশি। বিক্রম বহু বছর ধরে অনলাইন গেম খেলছেন এবং অতীতেও কিছু টাকা জিতেছেন। বিক্রমের দুই মেয়ে। বিক্রমের স্ত্রী রেখা বলেছেন, তিনি পাঁচ বছর ধরে বিনিয়োগ করছেন। ৩ কোটি টাকা দিয়ে কী করবেন তা নিয়ে কিছু জানাননি। তিনি জানান, পরিবারের সদস্যরা কৃষিকাজ করেন। রেখা বলেন, তিনি শিশুদের লেখাপড়ার কথা ভাববেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 2:21 PM IST