রেগে লাল সঞ্জুর বাবা! ছেলে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, কাকে তুললেন কাঠগড়ায়?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: ছেলের বাদ পড়া কিছুতেই মেনে নিতে পারছেন না সঞ্জু স্যামসনের বাবা। এবার ক্ষোভ উগরে দিলেন সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ।
ঘোষিত হয়ে গিয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডে সঞ্জু স্যামসন সুযোগ পাবেন বলে মনে করেছিলেন অনেকেই। আশায় ছিলেন সঞ্জু ও তার পরিবার। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা পাননি সঞ্জু। জায়গা না পাওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার ক্ষোভ উগরে দিলেন সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ।
ছেলের বাদ পড়া কিছুতেই মেনে নিতে পারছেন না সঞ্জু স্যামসনের বাবা। সঞ্জু বাদ পড়ার কারণ নিয়ে চর্চার সময় অনেকেই বলেছেন বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন সঞ্জু। ছেলের বাদ পড়ার জন্য কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তাকে দায়ী করেছেন সঞ্জুর বাবা। কখনও রাজ্য সংস্থার বিরুদ্ধে মুখ না খুললেও এবারের ঘটনা খুব বড় বলে জানিয়েছেন স্যামসন বিশ্বনাথ।
advertisement
সঞ্জু স্যামসনের বাবা জানিয়েছেন,”বিজয় হাজারে ট্রফির আগে একটি ক্যাম্পের আয়োজন করেছিল কেরল ক্রিকেট সংস্থা। সেই ক্যাম্পে যোগ দেয়নি সঞ্জু। আরও একাধিক ক্রিকেটার যোগ না দিলেও শুধু সঞ্জুকেই বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। কিছু কর্তা আছে যারা সঞ্জুকে পছন্দ করে না। তবে আমি শুঘু চাই আমার ছেলেকে খেলতে দেওয়া হোক।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ India vs Pakistan: জোর লেগে গেল ভারত-পাকিস্তানের! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় বিতর্ক
প্রসঙ্গত, চ্য়াম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে রয়েছেন সঞ্জু। দলের ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। ফলে ৫ ম্যাচের সিরিজে ফের একবার নিজের জাত চেনাতে মুখিয়ে রয়েছেন সঞ্জু। ফের একবার ব্যাটেই জবাব দিতে চান সঞ্জু স্যামসন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2025 2:25 PM IST