Sania Mirza: নতুন প্রেম করছেন সানিয়া মির্জা? প্রাক্তন স্বামী শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পরই বড় খবর! জানুন
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Sania Mirza: এই বিষয়েই সীলমোহর দিলেন টেনিস তারকা নিজেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর প্রোমোয় এরই ঝলক মিলল।
কলকাতা: পাক ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে ঘর ভেঙে গিয়েছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। যদিও ফের তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁর প্রাক্তন স্বামী। অথচ এখনও পর্যন্ত কোনও সম্পর্কে জড়াননি সানিয়া। আর এই বিষয়েই সীলমোহর দিলেন টেনিস তারকা নিজেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর প্রোমোয় এরই ঝলক মিলল।
ওই শোয়ের সাম্প্রতিক পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও। সেই পর্বেরই ঝলক মিলেছে পরবর্তী পর্বের প্রোমোয়। যেখানে সঞ্চালক কপিল শর্মা বলেন যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পরবর্তী পর্বে উপস্থিত থাকবেন মেরি কম, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল। প্রোমোয় কপিলকে বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল সানিয়ার জীবন।
advertisement
আরও পড়ুন: দল বদলেই বাজিমাত! কৃষ্ণ নয়, রায়গঞ্জ রায় দিল কার্তিকের পক্ষে! আফসোস তৃণমূলের
প্রোমোর শুরুতেই দেখা যায় যে, ক্রীড়া দুনিয়ার দুই মহিলা তারকাকে স্বাগত জানাচ্ছেন কপিল। আর নিজের চিরাচরিত ভঙ্গিতে তাঁদের সঙ্গে মজাও করছেন। মেরির বিয়ের প্রসঙ্গ তুলে মজা করেন কপিল। এরপর সানিয়াকে মনে করিয়ে দিয়ে বলেন যে, তাঁর জীবন নিয়ে কোনও ছবি তৈরি হলে সেখানে তাঁর প্রেমিকের ভূমিকায় অভিনয় করার অনুমতি চেয়েছিলেন স্বয়ং শাহরুখ খান।
advertisement
advertisement
আরও পড়ুন: রক্তে জমছে কোলেস্টেরল? লিপিড প্রোফাইল বশে রাখতে রোজ এই ছোট্ট দানাটি খান! লাভ হবে
সেই সময় কপিলকে মাঝপথে থামিয়ে দিয়ে সানিয়া বলে ওঠেন, “এখন তাহলে তো আমাকে আগে মনের মানুষটাকে খুঁজতে হবে।” টেনিস তারকার এহেন জবাবে হেসে ওঠেন কপিল এবং অর্চনা পূরণ সিং।
প্রসঙ্গত, ২০১৬ সালে সানিয়ার জীবনী ‘এস এগেনস্ট অডস’ বইটি উদ্বোধন করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ওই অনুষ্ঠানে বলিউড বাদশা জানিয়েছিলেন যে, তিনি এই বইটির ভিত্তিতে শুধু ছবি প্রযোজনাই নয়, তাতে অভিনয়ও করতে চান।
advertisement
এনডিটিভি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল শাহরুখের বক্তব্য। তাঁর কথায়, “সানিয়াকে নিয়ে যখনই ছবি তৈরি হোক না কেন, আমার মনে হয় বিষয়টা দারুণ অনুপ্রেরণামূলক হবে। আর সেটা দুর্দান্তও হবে। আর আমি জানি না… ওঁকে জিজ্ঞাসা করে দেখুন, উনি কি ওঁর মনের মানুষের ভূমিকায় অভিনয় করার জন্য আমায় অনুমতি দেবেন? কিন্তু অবশ্যই আমি ওই ছবিটি প্রযোজনা করব।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2024 8:18 PM IST