Sania Mirza: নতুন প্রেম করছেন সানিয়া মির্জা? প্রাক্তন স্বামী শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পরই বড় খবর! জানুন

Last Updated:

Sania Mirza: এই বিষয়েই সীলমোহর দিলেন টেনিস তারকা নিজেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর প্রোমোয় এরই ঝলক মিলল।

সানিয়া প্রেম করছেন?
সানিয়া প্রেম করছেন?
কলকাতা: পাক ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে ঘর ভেঙে গিয়েছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। যদিও ফের তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁর প্রাক্তন স্বামী। অথচ এখনও পর্যন্ত কোনও সম্পর্কে জড়াননি সানিয়া। আর এই বিষয়েই সীলমোহর দিলেন টেনিস তারকা নিজেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর প্রোমোয় এরই ঝলক মিলল।
ওই শোয়ের সাম্প্রতিক পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও। সেই পর্বেরই ঝলক মিলেছে পরবর্তী পর্বের প্রোমোয়। যেখানে সঞ্চালক কপিল শর্মা বলেন যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পরবর্তী পর্বে উপস্থিত থাকবেন মেরি কম, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল। প্রোমোয় কপিলকে বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল সানিয়ার জীবন।
advertisement
আরও পড়ুন: দল বদলেই বাজিমাত! কৃষ্ণ নয়, রায়গঞ্জ রায় দিল কার্তিকের পক্ষে! আফসোস তৃণমূলের
প্রোমোর শুরুতেই দেখা যায় যে, ক্রীড়া দুনিয়ার দুই মহিলা তারকাকে স্বাগত জানাচ্ছেন কপিল। আর নিজের চিরাচরিত ভঙ্গিতে তাঁদের সঙ্গে মজাও করছেন। মেরির বিয়ের প্রসঙ্গ তুলে মজা করেন কপিল। এরপর সানিয়াকে মনে করিয়ে দিয়ে বলেন যে, তাঁর জীবন নিয়ে কোনও ছবি তৈরি হলে সেখানে তাঁর প্রেমিকের ভূমিকায় অভিনয় করার অনুমতি চেয়েছিলেন স্বয়ং শাহরুখ খান।
advertisement
advertisement
আরও পড়ুন: রক্তে জমছে কোলেস্টেরল? লিপিড প্রোফাইল বশে রাখতে রোজ এই ছোট্ট দানাটি খান! লাভ হবে
সেই সময় কপিলকে মাঝপথে থামিয়ে দিয়ে সানিয়া বলে ওঠেন, “এখন তাহলে তো আমাকে আগে মনের মানুষটাকে খুঁজতে হবে।” টেনিস তারকার এহেন জবাবে হেসে ওঠেন কপিল এবং অর্চনা পূরণ সিং।
প্রসঙ্গত, ২০১৬ সালে সানিয়ার জীবনী ‘এস এগেনস্ট অডস’ বইটি উদ্বোধন করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ওই অনুষ্ঠানে বলিউড বাদশা জানিয়েছিলেন যে, তিনি এই বইটির ভিত্তিতে শুধু ছবি প্রযোজনাই নয়, তাতে অভিনয়ও করতে চান।
advertisement
এনডিটিভি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল শাহরুখের বক্তব্য। তাঁর কথায়, “সানিয়াকে নিয়ে যখনই ছবি তৈরি হোক না কেন, আমার মনে হয় বিষয়টা দারুণ অনুপ্রেরণামূলক হবে। আর সেটা দুর্দান্তও হবে। আর আমি জানি না… ওঁকে জিজ্ঞাসা করে দেখুন, উনি কি ওঁর মনের মানুষের ভূমিকায় অভিনয় করার জন্য আমায় অনুমতি দেবেন? কিন্তু অবশ্যই আমি ওই ছবিটি প্রযোজনা করব।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sania Mirza: নতুন প্রেম করছেন সানিয়া মির্জা? প্রাক্তন স্বামী শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পরই বড় খবর! জানুন
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement