শোয়েবের দলকে উৎসাহ দিতে দুবাইতে সানিয়া

Last Updated:

টেনিস সার্কিট থেকে অল্প ফুরসৎ মিলতেই শোয়েবের সঙ্গে দেখা করতে দুবাই উড়ে গেলেন সানিয়া মির্জা। দুবাইতে পাকিস্তান সুপার লিগে করাচি কিংস-এর নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক।

#দুবাই:  টেনিস সার্কিট থেকে অল্প ফুরসৎ মিলতেই শোয়েবের সঙ্গে দেখা করতে দুবাই উড়ে গেলেন সানিয়া মির্জা। দুবাইতে পাকিস্তান সুপার লিগে করাচি কিংস-এর নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। করাচি কিংসকে উৎসাহ দিতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনেকটা সময় কাটালেন সানিয়া। অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস খেতাব জয়ের পর সানিয়ার পরের গন্তব্য পিটারসবার্গ। মাঝের সময়টা স্বামী শোয়েবের সঙ্গে কাটাতেই দুবাই গিয়েছেন টেনিস সুন্দরী।
sania in dubai
বাংলা খবর/ খবর/খেলা/
শোয়েবের দলকে উৎসাহ দিতে দুবাইতে সানিয়া
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement