IPL 2024 DC vs RR: সঞ্জুর আউট বিতর্কের মধ্যেই আম্পায়ারের পাশে দাঁড়ালেন রাজস্থানের ‘হেড স্যর’ সঙ্গকারা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2024 DC vs RR: সঞ্জুর আউট বিতর্ক তুঙ্গে। মাঠের মধ্যেই আউটের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছে সঞ্জুর।
দিল্লি: সঞ্জুর আউট বিতর্ক তুঙ্গে। মাঠের মধ্যেই আউটের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছে সঞ্জুর। সঞ্জুর আউট নিয়ে দুই ভাগ হয়ে গিয়েছে সমর্থক এবং প্রাক্তনেরা।
দিল্লির বিরুদ্ধে ১৬তম ওভারে মুকেশ কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হন রাজস্থানের অধিনায়ক। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ক্যাচ ধরেন শাই হোপ। হোপের পা বাউন্ডারি লাইনের খুবই কাছে ছিল, কিন্তু দড়িতে পা লেগেছিল না লাগেনি তা স্পষ্ট বোঝা যায়নি। তৃতীয় আম্পায়ার আউট দেন। তার পরে ২০ রানের জন্য ম্যাচ হেরে যায় রাজস্থান।
advertisement
আরও পড়ুন: যত কাণ্ড আইপিএলে! চলতি আইপিএলের পাঁচ বিতর্কিত সিদ্ধান্ত, যা পাল্টে দিতে পারত অনেক হিসাব
advertisement
রাজস্থানের ডিরেক্টর এবং হেড কোচ কুমার সঙ্গকারা বলেন, “এটা নির্ভর করে কোন অ্যাঙ্গল থেকে দেখছেন তার উপরে। কখনও মনে হতে পারে পা বাউন্ডারি রোপ ছুঁয়েছে। তৃতীয় আম্পায়ারের কাছেও এই সিদ্ধান্তগুলো নেওয়া কঠিন, ম্যাচ মারাত্মক জায়গায় ছিল। আমাদের কাছে অনেক কোণের ছবি রয়েছে, কিন্তু দিনের শেষে আমরা যতই আপত্তি করি না কেন, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।
advertisement
আরও পড়ুন: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক
ধারাভাষ্য দেওয়ার সময় আউট নিয়ে প্রশ্ন তোলেন নভজ্যোত সিংহ সিধু। তিনি বলেন, “পাশ থেকে ক্যামেরা দেখলে দেখা যাচ্ছে দু’বার বাউন্ডারির দড়িতে ওর পা লেগেছে। স্পষ্ট দেখা গেছে। এ রকম হলে প্রযুক্তি ব্যবহার করে লাভ নেই।” সমাজমাধ্যমেও সঞ্জুর আউট নিয়ে মতামত জানিয়েছেন অনেকেই। কিন্তু এ সবের পরেও আম্পায়ারের পাশেই দাঁড়ালেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর এবং হেড কোচ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 4:28 PM IST