Virat-Anushka's Bodyguard: বিরাট-অনুষ্কার দেহরক্ষীর বার্ষিক বেতন জানলে চোখ কপালে উঠবে !

Last Updated:

Salary of Virat Kohli, Anushka Sharma's bodyguard: সোনুর বেতন লজ্জায় ফেলবে অনেক বড় সংস্থার সিইওকেও।

মুম্বই: সলমন খানের দেহরক্ষী শেরা এবং তাঁর বেতন নিয়ে অনেক আলোচনা হলেও এর আগে বিরাট-অনুষ্কার দেহরক্ষীকে নিয়ে সেভাবে কোনও আলোচনা হয়নি ৷ কিন্তু সেলিব্রিটিদের সঙ্গে থাকেন যারা, তাদের নিয়েও ভক্তদের জানার কৌতূহল সবসময়েই অনেক বেশি থাকে ৷ বিরুষ্কার দেহরক্ষী সোনুর বেতন নিয়েও চর্চা শুরু হয়েছে এখন ৷ তাঁর বেতনের পরিমাণটা জানলে চোখ কপালে উঠবে আপনার !
জানা গিয়েছে, অনুষ্কা নাকি বছরে ১.২ কোটি বেতন দেন সনুকে।  অবাক লাগছে তো শুনে! সোনুর বেতন লজ্জায় ফেলবে অনেক বড় কোম্পানির সিইওকেও। শুধু তাই নয়, একটি বিলাসবহুল ফ্ল্যাটও সোনুকে উপহার দিয়েছেন অনুষ্কা ৷ বিরাটের সঙ্গে বিয়ের অনেক আগের থেকেই অনুষ্কার দেহরক্ষী হিসেবে সবসময়ে সঙ্গে রয়েছেন সোনু ৷ অনুষ্কার পাশাপাশি বিরাটের সাথে ঘুরতেও অনেকসময়েই দেখা যায় সোনুকে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat-Anushka's Bodyguard: বিরাট-অনুষ্কার দেহরক্ষীর বার্ষিক বেতন জানলে চোখ কপালে উঠবে !
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement