Sai Sudharsan Debut: শূন্য দিয়ে শুরু সুদর্শনের, কিন্তু অভিষেকে পৌঁছে গেলেন সৌরভ-বিরাটের এক সারিতে, কী করে? জানুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sai Sudharsan Debut: আইপিএলের তারকা টেস্টে ইংলিশ বোলিংয়ের সামনে জাস্ট কুঁকড়ে গেলেন...
Sai Sudharsan Debut: সাই সুদর্শন ভারতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন কিন্তু হেডিংলিতে নিজের প্রথম টেস্ট খেললেন। আগে থেকেই জল্পনা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর অভিষেক নিশ্চিত আর সেটা সত্যি প্রমাণ করেই প্রথম টেস্টের প্রথম দিনেই খেলতে নামলেন সাই সুদর্শন৷ তবে শুরুটা ভাল হল না আইপিএলে দারুণ খেলা সুদর্শনের৷ এদিন শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি৷
আইপিএলে সাই সুদর্শনের সঙ্গে শুভমান গিল ওপেনিং পার্টনারশিপ করেছিলেন৷ এদিকে এদিন মাত্র চারটি বল ক্রিজে টেকেন সুদর্শন৷ শুরু থেকেই স্বচ্ছন্দ্য ছিলেন না তিনি৷ চার বলের মধ্যে ২ টি বলে তাঁর বিরুদ্ধে আউটের অ্যাপিল করেন৷ কিন্তু চতুর্থ বলে তিনি স্টোকসের বলে স্মিথের হাতে তালুবন্দি হন৷
Sai Sudarshan out for 4 balls duck:
1st ball – Huge appeal,
2nd ball – Dot,
3rd ball – Huge appeal,
4th ball – Out3 out of 4 balls were nightmare and that is what happens when you ignores merit of Easwaran. Still all love to Sudarshan, he will come back. pic.twitter.com/Gp1CrEPCg5
— Rajiv (@Rajiv1841) June 20, 2025
advertisement
advertisement
Sai Sudarshan out for 4 balls duck:
1st ball – Huge appeal,
2nd ball – Dot,
3rd ball – Huge appeal,
4th ball – Out3 out of 4 balls were nightmare and that is what happens when you ignores merit of Ruturaj. Still all love to Sudarshan, he will come back. #INDvsENG #TestCricket pic.twitter.com/QxrRCIG1i5
— Aryan MsDian💛🐦 (@aryan_raj206s) June 20, 2025
advertisement
এদিকে এই খারাপ শুরু হলেও এদিন এক দারুণ রেকর্ড করে ফেলেন সাই সুদর্শন৷ ২৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০ জুন টেস্ট অভিষেকের তালিকায় বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের তালিকায় যোগ দিলেন। সৌরভ এবং দ্রাবিড় ১৯৯৬ সালের ইংল্যান্ড সফরে এই সুযোগ পান, যেখানে কোহলি, প্রবীণ কুমার এবং অভিনব মুকুন্দ ২০১১ সালে একই তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেন।
advertisement
এদিন প্রথম টেস্টে টস জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এই কাউন্টিতে সফল এই সমীকরণের ধারাটি টেস্টে ব্যবহার করেন৷ এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে৷ প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুক বলেছেন, দিনটি গরম তাই বোলাররা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বে। পরিস্থিতি দেখে তাঁর অভিজ্ঞ মত ছিল টসে জিতে প্রথমে ব্যাট করাটাই আদর্শ হত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 6:36 PM IST