Sai Sudharsan Debut: শূন্য দিয়ে শুরু সুদর্শনের, কিন্তু অভিষেকে পৌঁছে গেলেন সৌরভ-বিরাটের এক সারিতে, কী করে? জানুন

Last Updated:

Sai Sudharsan Debut: আইপিএলের তারকা টেস্টে ইংলিশ বোলিংয়ের সামনে জাস্ট কুঁকড়ে গেলেন...

সাই সুর্দশন ফ্লপ টেস্ট অভিষেক  Photo Courtesy- X Account
সাই সুর্দশন ফ্লপ টেস্ট অভিষেক Photo Courtesy- X Account
Sai Sudharsan Debut: সাই সুদর্শন ভারতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন কিন্তু হেডিংলিতে নিজের প্রথম টেস্ট খেললেন। আগে থেকেই জল্পনা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর অভিষেক নিশ্চিত আর সেটা সত্যি প্রমাণ করেই প্রথম টেস্টের প্রথম দিনেই খেলতে নামলেন সাই সুদর্শন৷  তবে শুরুটা ভাল হল না আইপিএলে দারুণ খেলা সুদর্শনের৷ এদিন শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি৷
আইপিএলে সাই সুদর্শনের সঙ্গে শুভমান গিল ওপেনিং পার্টনারশিপ করেছিলেন৷ এদিকে এদিন মাত্র চারটি বল ক্রিজে টেকেন সুদর্শন৷ শুরু থেকেই স্বচ্ছন্দ্য ছিলেন না তিনি৷ চার বলের মধ্যে ২ টি বলে তাঁর বিরুদ্ধে আউটের অ্যাপিল করেন৷ কিন্তু চতুর্থ বলে তিনি স্টোকসের বলে স্মিথের হাতে তালুবন্দি হন৷
advertisement
advertisement
advertisement
এদিকে এই খারাপ শুরু হলেও এদিন এক দারুণ রেকর্ড করে ফেলেন সাই সুদর্শন৷ ২৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০ জুন টেস্ট অভিষেকের তালিকায় বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের তালিকায় যোগ দিলেন। সৌরভ এবং দ্রাবিড় ১৯৯৬ সালের ইংল্যান্ড সফরে এই সুযোগ পান, যেখানে কোহলি, প্রবীণ কুমার এবং অভিনব মুকুন্দ ২০১১ সালে একই তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেন।
advertisement
এদিন প্রথম টেস্টে টস জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এই কাউন্টিতে সফল এই সমীকরণের ধারাটি টেস্টে ব্যবহার করেন৷  এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে৷ প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুক বলেছেন, দিনটি গরম তাই বোলাররা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বে। পরিস্থিতি দেখে তাঁর অভিজ্ঞ মত ছিল টসে জিতে প্রথমে ব্যাট করাটাই আদর্শ হত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sai Sudharsan Debut: শূন্য দিয়ে শুরু সুদর্শনের, কিন্তু অভিষেকে পৌঁছে গেলেন সৌরভ-বিরাটের এক সারিতে, কী করে? জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement