বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে ফেরানো হতে পারে সচিন-লক্ষ্মণকে
Last Updated:
#কলকাতা: ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে কি দেখা যেতে পারে সচিন-লক্ষ্মণকে ? এমন সম্ভাবনাই কিন্তু এখন বেশ জোরালো হচ্ছে ৷ আজ, শনিবার ভোর ৬.৫০ মিনিটের বিমানে মুম্বই উড়ে যান সৌরভ দুপুরে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে যোগ দিতে ৷ এই বৈঠকে সচিন-লক্ষ্মণদের প্রসঙ্গ উঠবেই ৷ পাশাপাশি আগামিকাল, রবিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনাও এখন যথেষ্ট বেশি ৷
বোর্ডের বিভিন্ন বিশেষ পদে প্রাক্তন ক্রিকেটারদের যুক্ত করতে অনেক আগেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন সৌরভ ৷ স্বার্থ-সংঘাতের নিয়মের কড়াকড়িতে সেটা সম্ভব হচ্ছিল না এতদিন ৷ কিন্ত বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বে আসার পর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে সচিন-লক্ষ্মণদের ফিরিয়ে আনতে আগ্রহী সৌরভ ৷ পাশাাপাশি এমএসকে প্রসাদের মেয়াদ শেষ হওয়ার পরে নির্বাচক কমিটির প্রধান কে হবেন তা নিয়েও আগ্রহ এখন তুঙ্গে। লোঢা কমিটির সুপারিশ বার্ষিক সাধারণ সভায় খতিয়ে দেখার পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারদের বোর্ডের বিভিন্ন পদে কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় ৷ সেটাই এখন চ্যালেঞ্জ সৌরভের সামনে ৷
advertisement
রবিবার রাতেই বা সোমবার আহমেদাবাদে নতুন স্টেডিয়াম পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে সৌরভের ৷ পাশাপাশি কিছু ব্যক্তিগত কাজও তাঁর রয়েছে ৷ ৩ ডিসেম্বর রাতে কলকাতায় ফেরার কথা বোর্ড প্রেসিডেন্টের ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2019 9:57 AM IST