সচিন-কোহলি থেকে সৌরভ-যুবি, বিশ্বজয়ী ভারতের মেয়েদের আবেগ-ভালোবাসায় ভরিয়ে দিলেন কিংবদন্তীরা

Last Updated:

Indian Women Cricket Team: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মত মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছে ভারতের মেয়েরা। মুম্বইতে ফাইনালে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

News18
News18
দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মত মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছে ভারতের মেয়েরা। মুম্বইতে ফাইনালে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কউর প্রোটিয়াদের শেষ উইকেট তালুবন্দি করতেই দেশ জুড়ে উৎসব শুরু হয়ে যায়। ২০০৫, ২০১৭ সালে যা হয়নি, ২০২৫-এ স্বপ্নপূরণ। ভারতের মেয়েরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন।
এই ঐতিহাসিক জয় ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে উৎসবের আমেজ। বিশ্বের নানা প্রান্ত থেকে “উইমেন ইন ব্লু”-দের উদ্দেশে অভিনন্দন বার্তা আসছে। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং স বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় মহিলা দলকে।
সচিন তেন্ডুকর এক্স হ্যান্ডেলে লিখেছেন,”১৯৮৩ আমাদের এক প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আজ আমাদের মহিলা ক্রিকেট দল কিছু সত্যিই অসাধারণ কাজ করেছে। তারা দেশের অসংখ্য কিশোরীকে অনুপ্রাণিত করেছে — ব্যাট ও বল হাতে তুলে নিতে, মাঠে নামতে এবং বিশ্বাস করতে যে একদিন তারাও সেই ট্রফি জিততে পারবে। এটি ভারতীয় মহিলা ক্রিকেটের যাত্রায় এক ঐতিহাসিক মুহূর্ত। অভিনন্দন, টিম ইন্ডিয়া। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।”
advertisement
advertisement
advertisement
বিরাট কোহলিও মহিলা দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,”আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে উঠেছো তোমরা। তোমাদের নির্ভীক ক্রিকেট আর অটল বিশ্বাসে প্রত্যেক ভারতীয় গর্বিত। তোমরা এই সাফল্যের সব প্রশংসার যোগ্য — এই মুহূর্তটা উপভোগ করো পুরোপুরি। দারুণ খেলেছো, হরমন এবং দল। জয় হিন্দ।”
advertisement
ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ও তাদের জন্য গর্বিত বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”মেয়েদের অসাধারণ সাফল্য! গত ৬ বছরে তারা অনেক দূর এগিয়েছে। তাদের নিয়ে ভীষণ গর্বিত… বিশ্ব চ্যাম্পিয়ন।”
advertisement
আবেগ সামলাতে না পেরে বিশাল বড় পোস্ট করেছেন যুবরাজ সিং। লিখেছেন,”ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা হয়েছে — আর এই পরিবর্তনের নেপথ্যে আছে আমাদের নীল জার্সি ধারী মহিলা যোদ্ধাদের দৃঢ়তা, সংকল্প আর অনবদ্য দক্ষতা। অটুট মানসিকতা আর অদম্য ইচ্ছাশক্তিতে গড়া এই দলটি এমন এক মুহূর্ত তৈরি করেছে, যা পৃথিবী কখনও ভুলবে না। তারা নিজেদের বাজি রেখে লড়েছে এই স্বপ্নের জন্য, আর শেষ পর্যন্ত তা বাস্তব করে দেখিয়েছে।” এছাড়াও প্রতিটি প্লেয়ারের জন্য আলাদাভাবে প্রশংসা করেছেন যুবি।
advertisement
advertisement
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৯৮ রান করেছে। সর্বোচ্চ ৮৭ রান করছে শেফালি ভার্মা। এছাড়া হাফ সেঞ্চুরি করেছেন দীপ্তি শর্মা। উল্লেখযোগ্য অবদান রেখেছেন স্মৃতি মন্ধনা ও রিচা ঘোষ। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট হয়ে যায়। উলভার্ট সেঞ্চুরি করলেও তা কাজে আসেনি। দীপ্তি শর্মা সর্বোচ্চ ৫টি উইকেট নেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সচিন-কোহলি থেকে সৌরভ-যুবি, বিশ্বজয়ী ভারতের মেয়েদের আবেগ-ভালোবাসায় ভরিয়ে দিলেন কিংবদন্তীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement