Ashes 2023 England vs Australia: অ্যাসেজ দেখে মুগ্ধ সচিন-সৌরভ, টেস্ট ক্রিকেটকে বাঁচানোর ডাক দিলেন ২ কিংবদন্তী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ashes 2023 England vs Australia: অ্যাসেজের পঞ্চম টেস্ট রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের। শেষ টেস্টে বৃষ্টিও বাঁচাতে পারল না অস্ট্রেলিয়াকে। সিরিজ ২-২ হল ঠিকই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় অ্যাসেজ অস্ট্রেলিয়ার কাছেই রইল। তবে পঞ্চম টেস্ট শেষে মাথা উঁচু করেই মাঠ ছাড়ল ব্রিটিশ লায়ন্সরা। অ্যাসেজ দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
ওভাল: প্রথম দুটি টেস্ট অস্ট্রেলিয়া জিতে লিড নেওয়া। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজ ২-২ ড্র করল ইংল্যান্ড। মাঝে চতুর্থ টেস্ট বৃষ্টির কারণে ড্র না হলে ইংল্যান্ড সিরিজ জিততেও পারত। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের রুদ্ধশ্বাস অ্যাসেজ সিরিজ দেখে উচ্ছ্বসিত দুই প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। এমন টেস্ট সিরিজ দেখে তরুণ প্রজন্মের লাল বলের ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন দুই তারকা।
টেস্ট ক্রিকেটেও রুদ্ধশ্বাস লড়াই দেখা মুগ্ধ সচিন ও সৌরভ। টেস্ট ক্রিকেটকেই আসল বলে আরও একবার জানান দুই তারকা। আর আগামি দিনে টেস্ট ক্রিকেটকে বাঁচানোর ডাক দেন তারা। অ্যাসেজ দেখে উচ্ছ্বসিত সচিন ট্যুইটে লেখেন,”সিরিজে ২-০ পিছিয়ে পরার পর সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে ড্র করা সত্যিই কৃতিত্বের। অ্যাসেজে যে লড়াইয়ের মানসীকতা দেখাল ইংল্যান্ড তা অনবদ্য। সেটাই টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। আবহাওয়া এই সিরিজ়ের ফলাফল হতে দেয়নি। কিন্তু সেটা ভাল ক্রিকেটের মেজাজটাকে নষ্ট হতে দেয়নি। এই সিরিজ অনেক দিন স্মরণে থেকে যাবে।”
advertisement
From being 2-0 down to drawing level, England’s tenacity in this #Ashes series is a tribute to the beauty of Test cricket. The ability to rebound demonstrates the depth of character and the mental fortitude this format demands. Mother Nature might have denied us a series result,… pic.twitter.com/oOn9XgV6BC
— Sachin Tendulkar (@sachin_rt) July 31, 2023
advertisement
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যাসেজের পঞ্চম টেস্টে জয় পাওয়ার পর ট্যুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন,”অসাধারণ ক্রিকেট। গ্রীষ্মে এই সিরিজ় দেখার আনন্দই আলাদা। টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট। এটাকে বাঁচিয়ে রাখতে হবে। যারা টেস্ট খেলতে চায় না, তারাও হয়তো ওভালের মাঠে নেমে পড়তে চাইবে। টেস্ট ক্রিকেটকে সেরার সেরা করতে হবে। সকলের এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। তা হলেই সেটা সম্ভব। কিছু দল এবং কিছু ক্রিকেটারকে শুধু দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।”
advertisement
Incredible cricket .. 6 test matches in the Summer has been a fantastic site .. test cricket is the best form of the game .. keep it alive ..all those who don’t want to play would have surely wanted to be on the turf at oval .. rethink everyone and get this best format at its…
— Sourav Ganguly (@SGanguly99) July 31, 2023
advertisement
প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটের যুগে টেস্ট ক্রিকেট আগের থেকে অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে। নতুন প্রজন্মের অনেক ক্রিকেটারদের টেস্ট খেলায় অনীহাও রয়েছে। লাল বলের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। দিন-রাতের টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের মধ্যে অন্যতম। তারপরও কয়েকটি সিরিজ বাদে ফ্যানেদেরও টেস্ট ক্রিকেট দেখার আগ্রহ কমেছে। সব দিক বিচার করেই সচিন-সৌরভের মত কিংবদন্তীরা টেস্ট ম্যাচ বাঁচানোর ডাক দিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 1:53 PM IST