Sachin Tendulkar: ক্লাসে তিনি একেবারেই আলাদা, আবারও প্রমাণ সচিনের, রইল ভিডিও

Last Updated:

ম্যাচের নিউজিল্যান্ড টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে ডেকেছিল...

sachin tendulkar show class
sachin tendulkar show class
#ইনদওর: ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন রোড সেফটি বিশ্ব সিরিজের দ্বিতীয় পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডসের মোকাবিলায় নিউজিল্যান্ড লেজেন্ডসের সঙ্গে সোমবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে খেলা হয়৷ আসলে বৃষ্টি ম্যাচের মজা নষ্ট করে দেয়৷ হার -জিত অবধি ম্যাচ খেলা হয়নি৷ কিন্তু এই সময়ে স্টেডিয়ামে উপস্থিত লোক মাস্টারব্লাস্টার নামে পরিচিত৷ সচিনের ব্যাট থেকে দারুণ শট দেখার সুযোগ মিলেছে৷ আর তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তাঁর ক্লাস ও পারফেকশনকে সকলে বাহবা দিচ্ছেন৷
ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে পিচে ব্যাট করা সচিন ব্যাকফুটে গিয়ে নিউজিল্যান্ডে বোলার অফ সাইডে একটি দারুণ চার মারেন৷ এটাই যথেষ্ট নয়, শর্টের টাইমিং এত জবরদস্ত ছিল কিন্তু বিপক্ষের দলে ক্রিকেটারের কাছে কোনও জবাব ছিল না৷ সচিনাইট নামের এক ট্যুইটার ইউজার লেখেন What is Class?
advertisement
advertisement
ম্যাচের নিউজিল্যান্ড টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে ডেকেছিল৷ ভারতের পক্ষ থেকে সচিন তেন্ডুলকর এবং নমন ওঝা ময়দানে ওপেনিংয়ে নামেন৷
কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ থামিয়ে দিতে হয়৷ এই অবস্থায় ভারতের স্কোর ৫.৫ ওভারে এক উইকেটের লোকসানে ৪৯ রান করেছিলেন৷ সচিন ১৩ বলে ৪ টি চারের সাহায্যে ১৯ রান স্কোর করে খেলছিলেন, কিন্তু সুরেশ রায়না ৭ বলে ১ টি ছক্কার সাহায্যে ৯ স্কোর করে অপরাজিত থাকে৷ ভারতের একমাত্র উইকেট চতুর্থ ওভারে পঞ্চম বলে নমন ওঝা আউট হয়ে যান৷ প্রথমে ১৫ বলে ২ চার এবং ১ টি ছক্কা-র সাহায্যে ১৮ রান৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar: ক্লাসে তিনি একেবারেই আলাদা, আবারও প্রমাণ সচিনের, রইল ভিডিও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement