Sachin Tendulkar: ক্লাসে তিনি একেবারেই আলাদা, আবারও প্রমাণ সচিনের, রইল ভিডিও

Last Updated:

ম্যাচের নিউজিল্যান্ড টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে ডেকেছিল...

sachin tendulkar show class
sachin tendulkar show class
#ইনদওর: ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন রোড সেফটি বিশ্ব সিরিজের দ্বিতীয় পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডসের মোকাবিলায় নিউজিল্যান্ড লেজেন্ডসের সঙ্গে সোমবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে খেলা হয়৷ আসলে বৃষ্টি ম্যাচের মজা নষ্ট করে দেয়৷ হার -জিত অবধি ম্যাচ খেলা হয়নি৷ কিন্তু এই সময়ে স্টেডিয়ামে উপস্থিত লোক মাস্টারব্লাস্টার নামে পরিচিত৷ সচিনের ব্যাট থেকে দারুণ শট দেখার সুযোগ মিলেছে৷ আর তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তাঁর ক্লাস ও পারফেকশনকে সকলে বাহবা দিচ্ছেন৷
ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে পিচে ব্যাট করা সচিন ব্যাকফুটে গিয়ে নিউজিল্যান্ডে বোলার অফ সাইডে একটি দারুণ চার মারেন৷ এটাই যথেষ্ট নয়, শর্টের টাইমিং এত জবরদস্ত ছিল কিন্তু বিপক্ষের দলে ক্রিকেটারের কাছে কোনও জবাব ছিল না৷ সচিনাইট নামের এক ট্যুইটার ইউজার লেখেন What is Class?
advertisement
advertisement
ম্যাচের নিউজিল্যান্ড টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে ডেকেছিল৷ ভারতের পক্ষ থেকে সচিন তেন্ডুলকর এবং নমন ওঝা ময়দানে ওপেনিংয়ে নামেন৷
কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ থামিয়ে দিতে হয়৷ এই অবস্থায় ভারতের স্কোর ৫.৫ ওভারে এক উইকেটের লোকসানে ৪৯ রান করেছিলেন৷ সচিন ১৩ বলে ৪ টি চারের সাহায্যে ১৯ রান স্কোর করে খেলছিলেন, কিন্তু সুরেশ রায়না ৭ বলে ১ টি ছক্কার সাহায্যে ৯ স্কোর করে অপরাজিত থাকে৷ ভারতের একমাত্র উইকেট চতুর্থ ওভারে পঞ্চম বলে নমন ওঝা আউট হয়ে যান৷ প্রথমে ১৫ বলে ২ চার এবং ১ টি ছক্কা-র সাহায্যে ১৮ রান৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar: ক্লাসে তিনি একেবারেই আলাদা, আবারও প্রমাণ সচিনের, রইল ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement