'স্কোয়ার কাট থেকে হেয়ারকাট', ইন্সটাগ্রামে ঝড় তুলল সচিনের নতুন লুক

Last Updated:

সচিন খেলা থেকে অবসর নেন ২০১৩ সালে। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সক্রিয় তিনি। ফ্যানেরাও সবসময় অপেক্ষায় থাকেন নতুন কোন ঝড় তোলেন সচিন তা দেখতে।

কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। কথাটাকে আরও একবার সত্যি প্রমাণ করলেন লিটল মাস্টার। লকডাউনে বন্ধ গোটা দেশ। বন্ধ প্রায় সমস্ত পরিষেবাই। এর মধ্যেই নিজের চুল ছাঁটার দায়িত্ব নিয়ে নিলেন সচিন। কাঁচি হাতে দেখা গেল। তাঁকে শেয়ার করলেন নিজের লুক।
রবিবার সচিন তাঁর ছবিচি পোস্ট করে লেখেন," ফ্রম স্কোয়ারকাট টু হেয়ারকাট। সবসয়মেই নতুন কিছু করতে চেয়েছি।" সচিনের ছবিটি শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ায় তুফান।
advertisement
advertisement
শুধু সচিন নন, অনেক তারকাই বাড়িতেই পার্লার খুলে ফেলেছে্ন। দিন কয়েক আগেই একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির চুল ছেঁটে দিচ্ছেন অনুষ্কা শর্মা।
সচিন খেলা থেকে অবসর নেন ০১৩ সালে। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সক্রিয় তিনি। ফ্যানেরাও সবসময় অপেক্ষায় থাকেন নতুন কোন ঝড় তোলেন সচিন তা দেখতে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'স্কোয়ার কাট থেকে হেয়ারকাট', ইন্সটাগ্রামে ঝড় তুলল সচিনের নতুন লুক
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement