Sachin Tendulkar : গোলাপে সাজালেন ছবি, চোখ বন্ধ করে গুরুপূর্ণিমায় আচরেকরকে শ্রদ্ধা সচিনের

Last Updated:

দেশে থাকলে এই তিথিতে তেন্ডুলকর (Sachin Tendulkar) যাবেনই রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) বাড়িতে ৷ এ বারও তার অন্যথা হল না ৷ শুক্রবার প্রয়াত কোচের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর ছবিতে ৷

মুম্বই : শ্রাবণ মাসের গুরুপূর্ণিমা ৷ দেশে থাকলে এই তিথিতে তেন্ডুলকর (Sachin Tendulkar) যাবেনই রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) বাড়িতে ৷ এ বারও তার অন্যথা হল না ৷ শুক্রবার প্রয়াত কোচের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর ছবিতে ৷
অবসরের পর মাস্টারব্লাস্টার এখন অনেক বেশি সক্রিয় সামাজিক মাধ্যমে ৷ ফেসবুক ও ট্যুইটারে তিনি পোস্ট করেছেন আচরেকরের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর ভিডিয়ো ৷ ভিডিয়োতে দেখা যায়, চেকশার্ট ও জিন্স পরা তেন্ডুলকার তাঁর গুরুর ছবির সামনে প্রথমে মাস্ক খুলে পকেটে রাখলেন ৷ তার পর একটা একটা করে গোলাপ রাখলেন সেই ছবির সামনে ৷ এর পর জোড়হাতে চোখবন্ধ করে শ্রদ্ধা নিবেদন ৷
advertisement
দ্রোণাচার্য আচরেকর প্রয়াত হয়েছেন ২০১৯ সালে ৷ তার পরেও নিজের পুরনো অভ্যাস থেকে একবিন্দু সরেননি তেন্ডুলকার ৷ ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘‘আচরেকর স্যরের বাড়িতে গিয়ে গুরুপূর্ণিমায় তাঁকে শ্রদ্ধা জানালাম ৷ মনের মধ্যে ভিড় করে এল পুরনো সব স্মৃতি ৷ আমার জীবনে তাঁর অবদানের জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷’’
advertisement
advertisement
ছোট ভাইয়ের মধ্যে ক্রিকেটীয় প্রতিভা আছে বুঝতে পেরে তাঁকে আচরেকরের কাছে সঁপে দিয়েছিলেন অজিত তেন্ডুলকর ৷ সেখানেই ক্রিকেটে হাতেখড়ি সচিনের ৷ তার পর কিংবদন্তি হওয়ার পথে বাকিটা ইতিহাস ৷ ক্রিকেটের প্রথম কোচ তথা গুরুর প্রভাব তাঁর জীবনে সুগভীর ৷ পেসার হতে চাওয়া সচিনকে আচরেকরই বুঝিয়েছিলেন তাঁর প্রতিভার সঠিক জায়গা ব্যাটসম্যানের ভূমিকাতেই ৷ বহু বার সচিন বলেছেন, প্রথম থেকে আচরেকরের প্রশিক্ষণ তাঁকে সঠিক দিশা দেখিয়েছে কেরিয়ারে ৷
advertisement
আচরেকরের জহুরির চোখ রত্ন চিনতে ভুল করেনি ৷ সচিন একাধিক বার বলেছেন, ‘‘স্যর ছিলেন অত্যন্ত কঠোর এবং নিয়মানুবর্তিতায় বিশ্বাসী ৷ আবার একইসঙ্গে খুবই স্নেহপ্রবণ ৷ তিনি কোনওদিনও আমার খেলা দেখে ভাল বলতেন না ৷’’ তবে শিষ্যও পরে বুঝতে শিখেছিলেন কখন তাঁর গুরু খুশি হয়েছেন ৷ যখন তিনি ছাত্রকে পানিপুরি ও ভেলপুরি খাওয়াতে নিয়ে যেতেন, তখন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar : গোলাপে সাজালেন ছবি, চোখ বন্ধ করে গুরুপূর্ণিমায় আচরেকরকে শ্রদ্ধা সচিনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement