Sachin Tendulkar : গোলাপে সাজালেন ছবি, চোখ বন্ধ করে গুরুপূর্ণিমায় আচরেকরকে শ্রদ্ধা সচিনের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
দেশে থাকলে এই তিথিতে তেন্ডুলকর (Sachin Tendulkar) যাবেনই রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) বাড়িতে ৷ এ বারও তার অন্যথা হল না ৷ শুক্রবার প্রয়াত কোচের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর ছবিতে ৷
মুম্বই : শ্রাবণ মাসের গুরুপূর্ণিমা ৷ দেশে থাকলে এই তিথিতে তেন্ডুলকর (Sachin Tendulkar) যাবেনই রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) বাড়িতে ৷ এ বারও তার অন্যথা হল না ৷ শুক্রবার প্রয়াত কোচের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর ছবিতে ৷
অবসরের পর মাস্টারব্লাস্টার এখন অনেক বেশি সক্রিয় সামাজিক মাধ্যমে ৷ ফেসবুক ও ট্যুইটারে তিনি পোস্ট করেছেন আচরেকরের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর ভিডিয়ো ৷ ভিডিয়োতে দেখা যায়, চেকশার্ট ও জিন্স পরা তেন্ডুলকার তাঁর গুরুর ছবির সামনে প্রথমে মাস্ক খুলে পকেটে রাখলেন ৷ তার পর একটা একটা করে গোলাপ রাখলেন সেই ছবির সামনে ৷ এর পর জোড়হাতে চোখবন্ধ করে শ্রদ্ধা নিবেদন ৷
advertisement
দ্রোণাচার্য আচরেকর প্রয়াত হয়েছেন ২০১৯ সালে ৷ তার পরেও নিজের পুরনো অভ্যাস থেকে একবিন্দু সরেননি তেন্ডুলকার ৷ ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘‘আচরেকর স্যরের বাড়িতে গিয়ে গুরুপূর্ণিমায় তাঁকে শ্রদ্ধা জানালাম ৷ মনের মধ্যে ভিড় করে এল পুরনো সব স্মৃতি ৷ আমার জীবনে তাঁর অবদানের জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷’’
advertisement
Visited Achrekar Sir’s home today to pay my respects to him on #GuruPurnima. All memories came rushing back. Can’t thank him enough for his contribution in my life. pic.twitter.com/FuHyNCA3aA
— Sachin Tendulkar (@sachin_rt) July 23, 2021
advertisement
ছোট ভাইয়ের মধ্যে ক্রিকেটীয় প্রতিভা আছে বুঝতে পেরে তাঁকে আচরেকরের কাছে সঁপে দিয়েছিলেন অজিত তেন্ডুলকর ৷ সেখানেই ক্রিকেটে হাতেখড়ি সচিনের ৷ তার পর কিংবদন্তি হওয়ার পথে বাকিটা ইতিহাস ৷ ক্রিকেটের প্রথম কোচ তথা গুরুর প্রভাব তাঁর জীবনে সুগভীর ৷ পেসার হতে চাওয়া সচিনকে আচরেকরই বুঝিয়েছিলেন তাঁর প্রতিভার সঠিক জায়গা ব্যাটসম্যানের ভূমিকাতেই ৷ বহু বার সচিন বলেছেন, প্রথম থেকে আচরেকরের প্রশিক্ষণ তাঁকে সঠিক দিশা দেখিয়েছে কেরিয়ারে ৷
advertisement
আচরেকরের জহুরির চোখ রত্ন চিনতে ভুল করেনি ৷ সচিন একাধিক বার বলেছেন, ‘‘স্যর ছিলেন অত্যন্ত কঠোর এবং নিয়মানুবর্তিতায় বিশ্বাসী ৷ আবার একইসঙ্গে খুবই স্নেহপ্রবণ ৷ তিনি কোনওদিনও আমার খেলা দেখে ভাল বলতেন না ৷’’ তবে শিষ্যও পরে বুঝতে শিখেছিলেন কখন তাঁর গুরু খুশি হয়েছেন ৷ যখন তিনি ছাত্রকে পানিপুরি ও ভেলপুরি খাওয়াতে নিয়ে যেতেন, তখন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2021 6:23 PM IST