Sachin Tendulkar: মুরলীধরনের বায়োপিক ৮০০-র ট্রেলার লঞ্চ করলেন সচিন তেন্ডুলকর, উপস্থিত ছিলেন সনৎ জয়সূর্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকর ও মুথাইয়া মূরলীধরন। ২২ গজে তারা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বি। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালেও একে-অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু মাঠের তারা অভিন্ন হৃদয় বন্ধু। বন্ধুর বায়োপিকের ট্রেলর লঞ্চেও হাজির মাস্টার ব্লাস্টার। মূরলীধরনের বায়োপিক '৮০০'-র ট্রেলর লঞ্চ করলেন সচিন তেন্ডুলকর।
মুম্বই: সচিন তেন্ডুলকর ও মুথাইয়া মূরলীধরন। ২২ গজে তারা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বি। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালেও একে-অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু মাঠের তারা অভিন্ন হৃদয় বন্ধু। বন্ধুর বায়োপিকের ট্রেলর লঞ্চেও হাজির মাস্টার ব্লাস্টার। মূরলীধরনের বায়োপিক ‘৮০০’-র ট্রেলর লঞ্চ করলেন সচিন তেন্ডুলকর।
ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিন তেণ্ডুলকর, সনথ জয়সূর্ষ এবং মুথাইয়া মুরলীধরণ সহ আরও অনেকে। দীর্ঘ দিন পর একসঙ্গে দেখা গেল তিনজনকে। আগেই জানানো হয়েছিল ৫ সেপ্টেম্বর ট্রেলর মুক্তি পেতে চলেছে মুরলীধরনের বায়োপিকের। বাণিজ্য নগরী মুম্বইতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ‘৮০০’ ট্রেলার লঞ্চের জন্য।
#WATCH | Mumbai: Sachin Tendulkar launches the trailer of the biopic film of former Sri Lankan spinner Muthiah Muralidaran titled ‘800’.
Tendulkar says. “I am so happy that I am able to spend time with them. The best part is…after so many years we continue to be such good… pic.twitter.com/hDtKf0COVc
— ANI (@ANI) September 5, 2023
advertisement
advertisement
বিশ্বের সর্বকালের সফলতম বোলার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলীধরনের বায়োপিক মুক্তি পেতে চলেছে ৬ অক্টোবর। তখন ক্রিকেট বিশ্বকাপের শুরু হয়ে যাবে। ৮০০-এর ট্রেলার হিন্দি-সহ পাঁচটি ভাষায় লঞ্চ করা হয়েছে। একাধিক ভাষাত মুক্তিও পাবে সিনেমাটি। মুরলীধরনের চরিত্রে অভিনয় করবেন মধুর মিত্তল। ট্রেলর লঞ্চের পর এবার শুধু বড় পর্দায় মুরলীধরনের বায়োপিক দেখার অপেক্ষা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 8:38 PM IST