সঙ্গার সর্বকালের সেরা একাদশে নেই সচিন !

Last Updated:

মাস্টার ব্লাস্টারকে বাদ দিয়েই নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা ৷

#কলম্বো:  মাস্টার ব্লাস্টারকে বাদ দিয়েই নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং উইকেটরক্ষক- ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা ৷ ভারত থেকে ওই দলে সুযোগ পেয়েছেন মাত্র এক জন ৷ তিনি ‘মিস্টার ডিপেন্ডবল’ রাহুল দ্রাবিড় ৷ সচিন, গাভাস্কর, সৌরভ বা লক্ষ্মণ থেকে দ্রাবিড়কেই সর্বকালের সেরা একাদশে রাখতে বেশি পছন্দ করেছেন সঙ্গা ৷
শুধু ভারত নয় ৷  দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকেও সঙ্গার পছন্দের একাদশে মাত্র একজন করেই জায়গা পেয়েছেন ৷ পাশাপাশি ইংল্যান্ড থেকে কোনও ক্রিকেটারকেই নিজের দলে ঠাঁই দেননি সঙ্গা ৷ শুধু সচিনই নন, সঙ্গার দলে আশ্চর্যজনকভাবে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম পেসার গ্লেন ম্যাকগ্রারও ৷ সঙ্গার সর্বকালের সেরা একাদশ হল এইরকম- ম্যাথিউ হেডেন, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা, রিকি পন্টিং, অরবিন্দ ডিসিলভা, জ্যাক কালিস , অ্যাডাম গিলক্রিস্ট, শ্যেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীথরণ, ওয়াসিম আক্রম এবং চামিণ্ডা ব্যাস ৷
advertisement
সচিনের এই দলে জায়গা না হলেও ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারাকে নিজের পছন্দের একাদশে রেখেছেন সঙ্গা ৷ দলে স্বভাবতই শ্রীলঙ্কানদেরই বেশি ভিড় ৷ লঙ্কার চার এবং অস্ট্রেলিয়া থেকে  তিন জন ক্রিকেটারকে বেছেছেন সঙ্গাকারা ৷ ম্যাকগ্রা-কে অবশ্য প্রথমে বাছলেও পরে মত বদলে নিজের এককালের টিমমেট চামিণ্ডা ব্যাসকেই বেছে নেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সঙ্গার সর্বকালের সেরা একাদশে নেই সচিন !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement