হোম /খবর /খেলা /
কৃষক আন্দোলন ভারতের অভ্যন্তরীণ সমস্যা, সচিনের পর একে একে ট্যুইট সৌরভ-কোহলিদের

কৃষক আন্দোলন ভারতের অভ্যন্তরীণ সমস্যা, সচিনের পর একে একে ট্যুইট সৌরভ-কোহলিদের

সচিনের ট্যুইট রিট্যুইট করলেন সৌরভ৷

সচিনের ট্যুইট রিট্যুইট করলেন সৌরভ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: কৃষক আন্দোলনের সমর্থনে পপ তারকা রিহানা এবং পরিবেশ কর্মী গ্রেটা ঠুনবার্গের ট্যুইটের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে অনেক বিশিষ্ট মানুষ৷ ক্রিকেটারদের মধ্যে প্রথম দেশবাসীকে একজোট থাকার আবেদন জানিয়ে ট্যুইট করলেন সচিন তেন্ডুলকর৷ সচিনের ট্যুইট রিট্যুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ আর এক প্রাক্তন তারকা অনিল কুম্বলেও ট্যুইট করে স্পষ্ট করেছে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার সমাধানের ক্ষমতা রাখে ভারত৷

রিহানার ট্যুইটের পরই কৃষক আন্দোলনের খবরে আরও বেশি করে উৎসাহী হয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷ ভাবমূর্তি খারাপ হয় ভারতের৷ বহু আন্তর্জাতিক ব্যক্তিত্বও আন্দোলনকে সমর্থন জানান৷ পাল্টা বিবৃতি দিয়ে কড়া অবস্থান নেয় ভারতের বিদেশ মন্ত্রক৷ সতর্ক করা হয় ট্যুইটারকেও৷ বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র৷ ভারতের বদনাম করার প্রতিবাদে পাল্টা ট্যুইটারেও #IndiaAgainstPropaganda এবং #IndiaTogether হ্যাশট্যাগে ঝড় ওঠে৷ ট্যুইট করেন সচিনও৷

ট্যুইটারে সচিন লিখেছেন, 'ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভাল ভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷'

সচিনের পাশাপাশি ট্যুইট করেছেন অনিল কুম্বলে৷ তিনি লিখেছেন, 'বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যথেষ্ট সক্ষম৷ ' নিজে কিছু না লিখলেও সচিন তেন্ডুলকর এবং অনিল কুম্বলের ট্যুইট রিট্যুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷

সচিন, কুম্বলের পরে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানেও এই বিষয়ে ট্যুইট করেন৷ বিরাট লিখেছেন, 'এই মতবিরোধের সময় সবার ঐক্যবদ্ধ থাকা উচিত৷ কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই সবপক্ষ শান্তিপূর্ণ সমাধান বের করতে পারবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব৷'

অজিঙ্ক রাহানে লিখেছেন, 'আলোচনার মাধ্যমে সমাধান বের করা যায় না এমন কোনও বিষয় নেই৷ আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ থাকিএূবং দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করি৷'

দেশবাসীকে একজোট করার ডাক দিয়ে ট্যুইট করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও৷ আলোচনার মাধ্যমেই কৃষকদের সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন৷ রবি শাস্ত্রী লিখেছেন, 'ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় কৃষিকাজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়৷ কৃষকরা দেশের মেরুদন্ড৷ এটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে বলে আশা রাখি৷ জয় হিন্দ৷ '

লক্ষ্যণীয় বিষয় হল, সচিন থেকে বিরাট প্রত্যেকেই মনে করিয়ে দিয়েছেন যে এই সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ ফলে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের এই মত একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের কাছে স্বস্তির, সেরকমই আলোচনার মাধ্যমে কৃষি আইন নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান করার চাপও বাড়ল মোদি সরকারের উপরে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Farm Laws, Farmers Protest, Sachin Tendulkar, Virat Kohli