রিহানার ট্যুইটের পরই কৃষক আন্দোলনের খবরে আরও বেশি করে উৎসাহী হয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷ ভাবমূর্তি খারাপ হয় ভারতের৷ বহু আন্তর্জাতিক ব্যক্তিত্বও আন্দোলনকে সমর্থন জানান৷ পাল্টা বিবৃতি দিয়ে কড়া অবস্থান নেয় ভারতের বিদেশ মন্ত্রক৷ সতর্ক করা হয় ট্যুইটারকেও৷ বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র৷ ভারতের বদনাম করার প্রতিবাদে পাল্টা ট্যুইটারেও #IndiaAgainstPropaganda এবং #IndiaTogether হ্যাশট্যাগে ঝড় ওঠে৷ ট্যুইট করেন সচিনও৷
advertisement
ট্যুইটারে সচিন লিখেছেন, 'ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভাল ভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷'
advertisement
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether#IndiaAgainstPropaganda
সচিনের পাশাপাশি ট্যুইট করেছেন অনিল কুম্বলে৷ তিনি লিখেছেন, 'বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যথেষ্ট সক্ষম৷ ' নিজে কিছু না লিখলেও সচিন তেন্ডুলকর এবং অনিল কুম্বলের ট্যুইট রিট্যুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
As the world's largest democracy, India is more than capable of taking her internal issues to amicable solutions. Onwards and upwards. #IndiaTogether#IndiaAgainstPropaganda
সচিন, কুম্বলের পরে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানেও এই বিষয়ে ট্যুইট করেন৷ বিরাট লিখেছেন, 'এই মতবিরোধের সময় সবার ঐক্যবদ্ধ থাকা উচিত৷ কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই সবপক্ষ শান্তিপূর্ণ সমাধান বের করতে পারবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব৷'
advertisement
Let us all stay united in this hour of disagreements. Farmers are an integral part of our country and I'm sure an amicable solution will be found between all parties to bring about peace and move forward together. #IndiaTogether
অজিঙ্ক রাহানে লিখেছেন, 'আলোচনার মাধ্যমে সমাধান বের করা যায় না এমন কোনও বিষয় নেই৷ আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ থাকিএূবং দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করি৷'
There’s no issue that cannot be resolved if we stand together as one. Let’s remain united and work towards resolving our internal issues #IndiaTogether
দেশবাসীকে একজোট করার ডাক দিয়ে ট্যুইট করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও৷ আলোচনার মাধ্যমেই কৃষকদের সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন৷ রবি শাস্ত্রী লিখেছেন, 'ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় কৃষিকাজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়৷ কৃষকরা দেশের মেরুদন্ড৷ এটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে বলে আশা রাখি৷ জয় হিন্দ৷ '
লক্ষ্যণীয় বিষয় হল, সচিন থেকে বিরাট প্রত্যেকেই মনে করিয়ে দিয়েছেন যে এই সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ ফলে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের এই মত একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের কাছে স্বস্তির, সেরকমই আলোচনার মাধ্যমে কৃষি আইন নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান করার চাপও বাড়ল মোদি সরকারের উপরে৷