Sachin Tendulkar 50th Birthday: 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন, মাস্টার ব্লাস্টারকে বিশেষ শুভেচ্ছা

Last Updated:

Sachin Tendulkar 50th Birthday: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করে ফেললেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে পালিত হচ্ছ মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন।

মুম্বই: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করে ফেললেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে পালিত হচ্ছ মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন। রাত ১২টার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিক। পরিবারের তরফ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইসিসি, বিসিসিআই, মুম্বই ইন্ডিয়ান্স থেকে শুরু করে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সচিনকে।
আইসিসির তরফ থেকে ট্যুইটারে সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে সচিনের দীর্ঘ কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ বানিয়ে শেয়ার করেছে। কোন ছবিটি কোন সালের তাও লেখা রয়েছে কোলাজে। সঙ্গে আইসিসির তরফে ক্যাপশনে লেখা হয়েছে, 'সচিন তেন্ডুলকরের আরও একটা হাফ সেঞ্চুরি। বছরের পর বছর ধরে ক্রিকেটের কিংবদন্তী।'
advertisement
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকেও একটি অ্যানিমেশন ছবি শেয়ার করে সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। সঙ্গে ক্যাপশনে ক্রিকেট ঈশ্বরের আন্তর্জাতিক কেরিয়ারের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। লেখা হয়েছে,'৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ২০১ আন্তর্জাতিক উইকেট, ১০০টি আন্তর্জাতিক শতরান, ২০১১ বিশ্বকাপ জয়ী'। এরপর লেখা হয়েছে, কিংবদন্তী ও সকলের অনুপ্রেরণা সচিন তেন্ডুলকরকে ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা।
advertisement
advertisement
সচিন তেন্ডুলকরের আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স অনেক দিন আগে থেকেই মাস্টার ব্লাস্টারের ৫০তম জন্মদিন উদযাপন শুরু করে দিয়েছিল। শেষ ম্যাচে মাঠে সচিন তেন্ডুলকরের মুখোশ পড়ে এসেছিলেন ফ্যানেরা। মাঠেই হয়েছিল আগাম কেক কাটা। এছাড়াও নানা কর্মসূচি নেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে। জন্মদিনেও ট্যুইটারে সচিন তেন্ডুলকরের বিশালাকার ছবি শেয়ার করে ক্রিকেট কিংবদন্তীকে শুভেচ্ছা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
সচিন তেন্ডুলকরের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে নানা জায়গায় ফ্যানেদের তরফ থেকেও শুভেচ্ছা জানানোর পাশাপিশি স্পেশালভাবে এই দিনটি সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। সকলের কামনে, এই ভাবেই জীবনের ২২ গজেও 'শতরানের' দিকে এগিয়ে যান মাস্টার ব্লাস্টার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar 50th Birthday: 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন, মাস্টার ব্লাস্টারকে বিশেষ শুভেচ্ছা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement