Sachin Tendulkar 50th Birthday: 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন, মাস্টার ব্লাস্টারকে বিশেষ শুভেচ্ছা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar 50th Birthday: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করে ফেললেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে পালিত হচ্ছ মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন।
মুম্বই: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করে ফেললেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে পালিত হচ্ছ মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন। রাত ১২টার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিক। পরিবারের তরফ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইসিসি, বিসিসিআই, মুম্বই ইন্ডিয়ান্স থেকে শুরু করে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সচিনকে।
আইসিসির তরফ থেকে ট্যুইটারে সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে সচিনের দীর্ঘ কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ বানিয়ে শেয়ার করেছে। কোন ছবিটি কোন সালের তাও লেখা রয়েছে কোলাজে। সঙ্গে আইসিসির তরফে ক্যাপশনে লেখা হয়েছে, 'সচিন তেন্ডুলকরের আরও একটা হাফ সেঞ্চুরি। বছরের পর বছর ধরে ক্রিকেটের কিংবদন্তী।'
advertisement
Another half-century for Sachin Tendulkar 😁 A legend of cricket through the years ⭐#50forSachin pic.twitter.com/e5mG2MQfTo
— ICC (@ICC) April 24, 2023
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকেও একটি অ্যানিমেশন ছবি শেয়ার করে সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। সঙ্গে ক্যাপশনে ক্রিকেট ঈশ্বরের আন্তর্জাতিক কেরিয়ারের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। লেখা হয়েছে,'৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ২০১ আন্তর্জাতিক উইকেট, ১০০টি আন্তর্জাতিক শতরান, ২০১১ বিশ্বকাপ জয়ী'। এরপর লেখা হয়েছে, কিংবদন্তী ও সকলের অনুপ্রেরণা সচিন তেন্ডুলকরকে ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা।
advertisement
6⃣6⃣4⃣ intl. matches 👍 3⃣4⃣3⃣5⃣7⃣ intl. runs 🙌 2⃣0⃣1⃣ intl. wickets 👌 The only cricketer to score 💯 intl. hundreds 🔝 The 2⃣0⃣1⃣1⃣ World Cup-winner 🏆 Here's wishing the legendary and ever-so-inspirational @sachin_rt a very happy 5⃣0⃣th birthday 🎂 👏#TeamIndia pic.twitter.com/iyP0CfjTva
— BCCI (@BCCI) April 24, 2023
advertisement
সচিন তেন্ডুলকরের আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স অনেক দিন আগে থেকেই মাস্টার ব্লাস্টারের ৫০তম জন্মদিন উদযাপন শুরু করে দিয়েছিল। শেষ ম্যাচে মাঠে সচিন তেন্ডুলকরের মুখোশ পড়ে এসেছিলেন ফ্যানেরা। মাঠেই হয়েছিল আগাম কেক কাটা। এছাড়াও নানা কর্মসূচি নেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে। জন্মদিনেও ট্যুইটারে সচিন তেন্ডুলকরের বিশালাকার ছবি শেয়ার করে ক্রিকেট কিংবদন্তীকে শুভেচ্ছা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
And 5️⃣0️⃣ up from the 𝗠𝗔𝗦𝗧𝗘𝗥 𝗕𝗟𝗔𝗦𝗧𝗘𝗥 and it’s an 𝗜𝗖𝗢𝗡𝗜𝗖 one 🎂 Happy birthday, @sachin_rt #OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/21twLjSjwV
— Mumbai Indians (@mipaltan) April 23, 2023
সচিন তেন্ডুলকরের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে নানা জায়গায় ফ্যানেদের তরফ থেকেও শুভেচ্ছা জানানোর পাশাপিশি স্পেশালভাবে এই দিনটি সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। সকলের কামনে, এই ভাবেই জীবনের ২২ গজেও 'শতরানের' দিকে এগিয়ে যান মাস্টার ব্লাস্টার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 10:42 AM IST

