আজকের দিনে ৭টা ছক্কা! আজই আবার টি২০-তে সেঞ্চুরি! গুয়াহাটিতে ধামাকা ঋতুরাজের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ruturaj Gaikwad: আজকের দিনেই ৭টা ছক্কা মেরেছিলেন। আবার ২৮ নভেম্বর তিনি সেঞ্চুরি করলেন।
গুয়াহাটি: ক্রিকেটের ইতিহাসে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। অনেক রেকর্ড তৈরি হয়। সেই রেকর্ড ভাঙেও। তবে এই রেকর্ড আজও অক্ষত। ২৮ নভেম্বর তারিখটি ক্রিকেটভক্তরা মনে রেখেছেন নিশ্চয়ই!
২০২২ সালের এই দিনে একজন ভারতীয় ব্যাটসম্যান এক ওভারে ৭টি ছক্কা মেরেছিলেন। সেই ব্যাটসম্যানের নাম- ঋতুরাজ গায়কওয়াড়। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করা রুতুরাজ গায়কওয়াড় ২৮ নভেম্বর ২০২২-এ এই ইতিহাস লিখেছিলেন।
এক বছরের মাথায় আবার ২৮ নভেম্বর তিনি ভারতের জার্সি গায়ে ৫৭ বলে ১২৩ রানের ইনিংস খেলে দিলেন। এক বছর আগে আজকের দিনে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের মধ্যে খেলা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন- ডার্বির তারিখ বদলাবে না অনড় আইএফএ, দল না নামানোর কড়া সিদ্ধান্ত মোহনবাগানের
সেই ম্যাচে ঋতুরাজ একটি নো বল-সহ এক ওভারে ৭টি ছক্কা মেরেছিলেন।সেই ম্যাচে ডাবল সেঞ্চুরিও করেছিলেন ঋতুরাজ। এদিন করলেন সেঞ্চুরি। তাও চ২০ ক্রিকেটে। সেদিন ১৫৯ বলে ১৬ ছক্কা ও ১০টি চারের সাহায্যে মোট ২২০ রান করে অপরাজিত ছিলেন।
advertisement
এদিনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। আহমেদাবাদে অনুষ্ঠিত সেদিনের ম্যাচে মহারাষ্ট্র ইউপিকে ৫৮ রানে হারিয়েছিল।
২০২১ সালে T20 এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋতুরাজের। তিনি কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
আরও পড়ুন- জাহির খানের প্রাক্তন প্রেমিকা, প্রেমে পড়ে কেরিয়ার শেষ! এই অভিনেত্রী এখন কোথায়!
তার পর ২০২২ সালে লখনউতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তাঁর ওডিআই অভিষেক হয়। তাঁকে অনেকেই সিএসকের ভবিষ্যতের ক্যাপ্টেন বলতে শুরু করেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 8:58 PM IST