Derby Chaos: ডার্বির তারিখ বদলাবে না অনড় আইএফএ, দল না নামানোর কড়া সিদ্ধান্ত মোহনবাগানের
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
Derby Chaos: তাহলে কি না খেলেই ডার্বি জয়ী ইস্টবেঙ্গল...
কলকাতা: নিজেদের সিদ্ধান্তে অনড় আইএফএ৷ আর মোহনবাগানও তাই জানিয়ে দিল নিজেদের বড়সড় সিদ্ধান্তের কথা৷ ৩০ নভেম্বর কলকাতা ফুটবল লিগ ডার্বি ছিল৷ কিন্তু এই ডার্বি খেলতে মাঠে দল নামাবে না সবুজ -মেরুণ শিবির৷ ফলে কলকাতার লিগের বহুকাঙ্খিত ডার্বি হবে না৷
৩০ তারিখ হলে খেলা সম্ভব নয়, কারণ তাদের দলে রয়েছে চোট আঘাতের সমস্যা, ঠাসা ক্রীড়াসূচি৷ ফলে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মেগা সম্মানের লড়াইতে পুরোপুরি তৈরি না হয়ে লড়তে পারবে না৷ যার ফলস্বরূপ ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলবে না মোহনবাগান। ডার্বি থেকে নাম প্রত্যাহার করে নিল সবুজ-মেরুণ শিবির৷ ফলে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনের সম্মানের ম্যাচ ডার্বিই খেলা হবে না৷ মোহনবাগান নাম তুলে নেওয়ায় হঠাৎ করেই কলকাতা লিগে ডার্বি একেবারে আকর্ষণ হারাল৷
advertisement
advertisement
নৈহাটি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এই কলকাতা লিগের ডার্বি৷ আইএফএ সচিব অণির্বান দত্ত আগেই জানিয়েছিলেন কোনওভাবে ডার্বির তারিখ পিছনো সম্ভব নয়৷ এই ডার্বি খেলতে মাঠে দল নামাবে না সবুজ -মেরুণ শিবির৷ ফলে কলকাতার লিগের বহুকাঙ্খিত ডার্বি হবে না৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 4:34 PM IST