ফুটবল মাঠ ছেড়ে হলিউডে পা বাড়াতে চান রোনাল্ডো

Last Updated:

ফুটবল মাঠ ছেড়ে হলিউডে পা বাড়াচ্ছে রোনাল্ডো

PARADIP GHOSH
#লস এঞ্জেলেস: ব‍্যালন হাতছাড়া হয়েছে৷ কিন্তু পরিসংখ্যান বলছে ২১ গোল করে উয়েফার প্রতিযোগিতায় চলতি মরশুমেও সর্বোচ্চ স্কোরার তিনি৷ গত সাত বছরে এই নিয়ে চতুর্থবার৷ রোনাল্ডো এমনটাই৷ চ্যাম্পিয়নরা যেমন হয়৷ বছর শেষের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও সারা সিআর সেভেনের৷ ৩৪ বছর বয়সী তারকা ফুটবল কেরিয়র শেষে আসতে চান হলিউডে৷ অভিনয় জগতে পা রাখতে চান পর্তুগীজ তারকা৷ তবে অবশ্যই সেটা ফুটবলকে বিদায় জানিয়ে৷ ইংল্যান্ডে ক্লাব ফুটবল খেলার কারণে স্প‍্যানিশ,পর্তুগিজের পাশে ইংরেজিটাও জানেন৷
advertisement
তবে হলিউডে অভিনয়ের জন্য নিজের ইংরেজিকে আরও ঝরঝরে করে নিতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ বলছেন, "আশাকরি ৫০ বছর বেঁচে থাকবো৷ আরো নতুন অনেক কিছু শিখব৷ আরও নতুন অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে পারব৷" তবে রোনাল্ডোই প্রথম নন৷ ফুটবল জগত থেকে হলিউডে অভিনয়ের উদাহরণ অনেক৷ ডেভিড বেকহ্যাম থেকে এরিক ক্যান্তোনা ইংলিশ প্রিমিয়ার লিগে দাপিয়ে খেলার পরে হলিউডের নাম লিখিয়েছেন৷
advertisement
advertisement
শুধু ফুটবল কারিশমা নয় গ্ল্যামার ব্যক্তিত্ব হিসেবেও রোনাল্ডোর ফ্যান ফলোয়ার্স নজর কাড়া৷ রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের জার্সি তে ঝলমলে পারফরম্যান্সের পাশে স্টাইল আইকন হিসেবেও ফ্যাশন দুনিয়ায় নাম রয়েছে ক্রিশ্চিয়ানোর৷ দরিদ্র পরিবার থেকে লড়াই করে বিশ্ব ফুটবলের মঞ্চে সিআর সেভেনের উঠে আসার নেপথ্যে টানটান কাহিনী৷ হলিউডে পর্তুগিজ তারকার বায়োপিক তাই একরকম সময়ের অপেক্ষা৷ কে বলতে পারে, হলিউডে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করার পর নিজের বায়োপিকে সিআর সেভেন-কেই নাম ভূমিকায় দেখা যাবে না!
বাংলা খবর/ খবর/খেলা/
ফুটবল মাঠ ছেড়ে হলিউডে পা বাড়াতে চান রোনাল্ডো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement