রিও: প্রাক্তন বার্সেলোনা এবং ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডিনহো একটি অনুষ্ঠানে তার প্রাক্তন সতীর্থদের নিয়ে অনেক প্রশংসা করলেন। বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা আয়োজিত একটু অনুষ্ঠানে সন্মানিত করার জন্য ডাকা হয় রোনাল্ডিনহোকে, সেখানে এসে তিনি লিওনেল মেসির অনেক প্রশংসা করলেন। লিওনেল মেসির বার্সেলোনার প্রথম গোলটি আসে রোনাল্ডিনহোর হাত ধরেই।
তার একাডেমির দিনগুলোতেও তাকে মেন্টর হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসি। ফলে এই ব্রাজিলিয়ান জাদুকরের সঙ্গে ভীষণ সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এই আর্জেন্টাইন তারকার। তারপর থেকেই তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু পেপ গারদিওলা কোচ হয়ে আসার পর, বার্সেলোনা ছাড়তে হয় রোনাল্ডিনহোকে। লিওনেল মেসির কাতার বিশ্বকাপ জয়ের জন্য তাকে অভিবাদন জানাতে ভুললেন না, তার প্রাক্তন সতীর্থ।
তিনি বললেন, বিশ্বকাপ জয়ের ঘটনায় (মেসির) আমি ভীষন খুশি, তার এটারই শুধু অভাব ছিল। তিনি চেয়েছিলেন, মেসির কেরিয়ারের শেষ অবধি তাকে বার্সেলোনায় খেলতে দেখতে। কিন্তু সেটা না হওয়ায় দুঃখ প্রকাশ করলেন তিনি, লিও ক্লাবে থেকে যেতে চাইছিলেন এবং ক্লাবও সেরকম চাইছিল, কিন্তু লা লিগার নতুন নিয়মের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি আর।
#Ronaldinho ‘very happy’ to see #Messi complete football as #Barcelona legend reflects on Argentina’s World Cup win https://t.co/5YOWKsviqp pic.twitter.com/COjikUjYna
— Chris Burton (@Burtytweets) February 7, 2023
লিওনেল মেসি কাতার বিশ্বকাপে প্রভুত্ব করেছেন, ১৯৮৬তে সবাই যেমন মারাদোনার বিশ্বকাপ বলে উল্লেখ করে, ঠিক তেমনই ২০২২ বিশ্বকাপটা ছিল মেসিরই। গোটা টুর্নামেন্টে ৭টি গোল এবং ৩টি গোল করে দ্বিতীয় বার বিশ্বকাপের সেরা প্লেয়ারের খেতাব ঘরে নিয়ে এসেছেন। মেক্সিকোর বিরুদ্ধে গোল থেকে শুরু করে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্ব মানের এ্যাসিস্ট, লিওনেল মেসিই ছিলেন এই বিশ্বকাপের যোগ্য দাবিদার।
অনুষ্ঠানে রোনাল্ডিনহো প্রশংসা করলেন তার প্রাক্তন সতীর্থ জাভিরও। বার্সার দায়িত্বে জাভিকে নিয়ে আশাবাদী তিনি। রোনাল্ডিনহো মনে করছেন জাভির হাত ধরে, আরো ইতিহাস সৃষ্টি করবে বার্সেলোনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।