Rohit Sharma: নিজেকে ধরে রাখতে পারলেন না রোহিত! কাঁপা কাঁপা গলায় জানিয়ে দিলেন বড় 'সিদ্ধান্ত'! রইল ভিডিও

Last Updated:

Rohit Sharma: অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড সাহসী সিদ্ধান্ত নিয়েছে। রোহিত শর্মাকে ওডিআই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ শুভমান গিলকে।

News18
News18
অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড সাহসী সিদ্ধান্ত নিয়েছে। রোহিত শর্মাকে ওডিআই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ শুভমান গিলকে। এই সিদ্ধান্ত ক্রিকেট মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষত তখন যখন রোহিতের নেতৃত্বেই ভারত কিছু মাস আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং তিনি ফাইনালের ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন।
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল গত কয়েক বছরে ওডিআইতে একাধিক সাফল্য পেয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দল দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছায়। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনালে হার ভারতীয় সমর্থকদের হৃদয় ভেঙে দেয়। রোহিত নিজেও জানিয়েছেন, তাঁর অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল, যা অসম্পূর্ণই থেকে গেল।
advertisement
২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা সেই ফরম্যাট থেকে অবসর নেন। একই বছর ইংল্যান্ড সফরের আগে তিনি টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন। ফলে ওডিআইই ছিল তাঁর একমাত্র ফোকাস, এবং তিনি বারবার জানিয়েছেন যে ২০২৭ সালের বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত সেই ইচ্ছায় প্রশ্নচিহ্ন টেনে দিয়েছে।
advertisement
advertisement
সম্প্রতি একটি ভাইরাল হওয়া পডকাস্টে ক্রিকেট সাংবাদিক বিমল কুমারের সঙ্গে কথোপকথনে রোহিত আবেগপ্রবণ হয়ে পড়েন। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, ২০২৩ সালে যে স্বপ্ন অধরা থেকে গিয়েছে ২০২৭ সালে তা পূরণ করতে চান, রোহিত উত্তর দেন, “অবশ্যই সেই ব্যথা মনে আছে… ভালো লাগবে যদি এমনটা হয় যে ২০২৩-এ যা পূর্ণ হয়নি, সেটা পূর্ণ করতে পারি।”
advertisement

View this post on Instagram

A post shared by Vimal Kumar (@vimalwa)

advertisement
শুধু অধিনায়ক হিসেবেই নয়, একজন ব্যাটার হিসেবে রোহিত শর্মার পারফরম্যান্স ছিল অনন্য। ২০২৩ বিশ্বকাপে তাঁর ঝড়ো শুরুর জন্য ভারত বারবার ভালো স্কোর তোলে। তবে ফাইনালে তাঁর ৩১ বলে ৪৭ রানের ইনিংস সত্ত্বেও বাকিরা সেভাবে সফল হতে পারেননি, যার ফলে ২৪০ রানে থেমে যায় ভারতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ১৩৭ রানের ইনিংসে।
advertisement
নতুন নেতৃত্বে ভারতের পারফরম্যান্স কেমন হয়, তা সময়ই বলবে। তবে রোহিত শর্মার মতো অভিজ্ঞ ও সফল অধিনায়ককে সরিয়ে শুভমান গিলের উপর আস্থা রাখা একদিকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, অন্যদিকে রোহিতের স্বপ্নকে অসম্পূর্ণ রেখে দেওয়া—এই বিতর্ক এখন ভারতীয় ক্রিকেট মহলে উত্তপ্ত আলোচনার বিষয়।
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: নিজেকে ধরে রাখতে পারলেন না রোহিত! কাঁপা কাঁপা গলায় জানিয়ে দিলেন বড় 'সিদ্ধান্ত'! রইল ভিডিও
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement