পাক ম্যাচের আগে রোহিত বলছেন, `টেনশন লেনে কা নেহি, দেনেকা' ! উচ্ছ্বসিত ভক্তরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohit Sharma wants his players planning one match at a time at T20 World Cup. পাক ম্যাচের আগে রোহিত বলছেন, টেনশন লেনে কা নেহি, দেনেকা !
#ব্রিসবেন: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। ক্যাপ্টেন হিসেবে প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে প্রত্যয়ী রোহিত শর্মাও। বুধবার বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের অভিজ্ঞতা থাকলেও, ক্যাপ্টেন হিসেবে এই প্রথম মাঠে নামব। তাই আলাদা অনুভূতি তো হচ্ছেই।
আরও পড়ুন - হারের হ্যাটট্রিক নয়, নর্থ ইস্টকে হারিয়ে প্রথম তিন পয়েন্টের লক্ষ্যে ইস্টবেঙ্গল
দেশকে বিশ্বকাপ জেতানোই প্রধান লক্ষ্য। তবে এই নিয়ে বেশি কথা বলতে চাই না। প্রস্তুতি জোরকদমে হয়েছে। এবার প্রয়োজন সেরা পারফরম্যান্স মেলে ধরা। ডনের দেশে আসার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে ভারত। এই প্রসঙ্গে হিটম্যানের মন্তব্য, ঘরের মাঠে দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জিতেছি। তবে অস্ট্রেলিয়ার পরিবেশে খেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং।
advertisement
দলের অনেকেরই অতীতে এখানে খেলার অভিজ্ঞতা নেই। তাই পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়া এসেছি আমরা। পারথে আমাদের প্রস্তুতি শিবিরও ভালো হয়েছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জিতলে মোমেন্টাম সেট হয়ে যায়। আর হারলে ঘুরে দাঁড়ানো কঠিন।
advertisement
From leading India for the first time in ICC World Cup to the team's approach in the #T20WorldCup ! 👌 👌 💬 💬 In conversation with #TeamIndia captain @ImRo45! Full interview 🎥 🔽https://t.co/e2mbadvCnU pic.twitter.com/fKONFhKdga
— BCCI (@BCCI) October 19, 2022
advertisement
গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর বিরাট কোহলির দল আর নিজেদের পারফরম্যান্স মেরামত করতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ‘মেন ইন ব্লু’। এই প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ব্লকবাস্টার। অনুরাগীরা এরজন্য দীর্ঘ অপেক্ষা করে থাকেন। স্টেডিয়ামে বা বাইরে উত্তেজনার পরিবেশে তৈরি হয়। তবে সেই আবহে গা ভাসালে হবে না। আবেগ নিয়ন্ত্রণে রেখে সেরাটা উজাড় করে দিতে হবে।
advertisement
ম্যাচ বাই ম্যাচ এগতে চাই। প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেককে যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ নক-আউটে একটা খারাপ পারফরম্যান্স টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 12:43 PM IST