Rohit Sharma in Ranji Trophy: ‘চাপে পড়ে বাপ’, তিনি নিতেন না দলে সেই ক্রিকেটারের অধিনায়কত্বে এবার রনজি খেলছেন রোহিত, ১০ বছর বাদে এ কী সিন!

Last Updated:

Rohit Sharma to Ranji Trophy:  রোহিত শর্মা নয়, ৩৬ বছরের ব্যাটার করবে অধিনায়কত্ব, রনজি ট্রফিতে ১০ বছর পর খেলতে নামবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক

রোহিত শর্মা নভেম্বর ২০১৫-র পর তাঁর প্রথম রনজি ট্রফি ম্যাচে মুম্বইয়ের জন্য ওপেনিং করবেন
রোহিত শর্মা নভেম্বর ২০১৫-র পর তাঁর প্রথম রনজি ট্রফি ম্যাচে মুম্বইয়ের জন্য ওপেনিং করবেন
: রোহিত শর্মা নভেম্বর ২০১৫-র পর তাঁর প্রথম রনজি ট্রফি ম্যাচে মুম্বইয়ের জন্য ওপেনিং করবেন কিন্তু এই ম্যাচে তিনি অধিনায়ক নন৷ তিনি অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে খেলবেন। রোহিতকে সোমবার (২০ জানুয়ারি) মুম্বইয়ের রনজি দলে নেওয়া হয়৷ তিনি খেলবেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে৷
নভেম্বর ২০১৫-র পর তাঁর প্রথম রনজি ট্রফি ম্যাচে খেলবেন হিটম্যান৷  মুম্বইয়ের জন্য হিটম্যান ওপেনিংয়ের দায়িত্ব সামলালেও অধিনায়কের দায়িত্ব তিনি সামলাবেন না৷  করবেন কিন্তু মুম্বাইয়ের অধিনায়কত্ব করবেন না। তিনি যে অজিঙ্ক রাহানাকে জাতীয় দল থেকে লম্বা সময় আগেই বাতিল করে দিয়েছিলেন সেই অজিঙ্ক রাহানের অধিনায়কত্বেই খেলবেন। টেস্টে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের পর বিসিসিআই সমস্ত ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করার মারাত্মক নিদান হেঁকেছে৷
advertisement
advertisement
রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় দলের তরুণ প্রতিভাশালী ওপেনার যশস্বী জয়সওয়ালকেও এই ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। জয়সওয়াল শেষবার ২০২২ সালে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। পৃথ্বী শকে দলে জায়গা দেওয়া হয়নি। পৃথ্বী শেষবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মুম্বইয়ের জন্য খেলেছিলেন। তাঁকে খারাপ পারফরম্যান্সের পর বিজয় হাজারে ট্রফি দল থেকে বাদ দেওয়া হয়েছিল। শ্রেয়স আইয়ার, শিভম দুবে এবং শার্দুল ঠাকুরও জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রনজি ট্রফি ম্যাচে মুম্বইয়ের জার্সিতে খেলবেন৷
advertisement
মুম্বইয়ের রনজি দল:
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, আয়ুষ ম্হাত্রে, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড, শিভম দুবে, হার্দিক তামোরে (উইকেটকিপার), আকাশ আনন্দ (উইকেটকিপার), তনুষ কোটিয়ান, শামস মুলানি, হিমাংশু সিংহ, শার্দুল ঠাকুর, মোহিত অবস্থি, সিলভেস্টার ডিসুজা, রোয়স্টন ডায়াস, কর্ষ কোঠারি।
১২ বছর পর রনজি খেলবেন কোহলিও
রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও রনজি ট্রফিতে ফিরে আসতে চলেছেন। দিল্লির জন্য ২০১২-র পর প্রথমবার এই দুরন্ত ক্রিকেটার রনজি ট্রফি ম্যাচ খেলতে প্রস্তুত। ৩০ জানুয়ারি থেকে দিল্লিতে রেলওয়ের বিরুদ্ধে এলিট গ্রুপ ডি ম্যাচে বিরাট কোহলি খেলতে দেখা যাবে। কোহলিরও ঘাড়ে চোটের কারণে পড়েছে  কারণ ২৩ জানুয়ারি থেকে রাজকোটে শুরু হওয়া সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে তিনি খেলতে পারবেন না৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma in Ranji Trophy: ‘চাপে পড়ে বাপ’, তিনি নিতেন না দলে সেই ক্রিকেটারের অধিনায়কত্বে এবার রনজি খেলছেন রোহিত, ১০ বছর বাদে এ কী সিন!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement