Rohit Sharma: অবসরের জল্পনার মাঝেই বড় পদক্ষেপ রোহিতের! সমালোচকদের দিলেন উপযুক্ত জবাব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। তবে সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার ওডিআই থেকেও অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা।
টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। তবে সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার ওডিআই থেকেও অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা। ৫ দিন ধরে কোনও ম্যাচ খেলেননি ভারতীয় তারকা। রোহিত শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলেছিলেন।
বর্তমানে রোহিত শর্মার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। এদিকে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আসন্ন অস্ট্রেলিয়ার সাদা বলের সফরের পরে তিনি অবসর নিতে পারেন। কিন্তু এই সবকিছুর মধ্যে বড়সড় চমক দিলেন ওয়ান ডে ফরম্যাটে ভারত। সব জল্পনার অবসান ঘটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হিটম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে রোহিত শর্মা কঠোর পরিশ্রম করছেন। তিনি তার পুরনো বন্ধু এবং বিখ্যাত কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করছেন। প্রথমে তিনি জিমে ফেরার একটি ছবি শেয়ার করেছিলেন রোহিত। এবার সামনে এল তাঁর মাঠে ফেরার ভিডিও। ভাইরাল হওয়া একটি ভিডিওতে, ৩৮ বছর বয়সী রোহিতকে মুম্বাইয়ের একটি স্টেডিয়ামে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। যা দেখায় যে তিনি তার প্রত্যাবর্তনের জন্য কতটা সিরিয়াস।
advertisement
advertisement
The comeback loading of Rohit Sharma.⏳🙌 pic.twitter.com/lGtSauKgdi
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12) August 14, 2025
ভারতীয় পুরুষ ক্রিকেট দল অক্টোবরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করতে হবে। এর পর দুই দলের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। রোহিত শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ মার্চ ২০২৫ সালে দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। ফের একবার হিটম্যানকে ২২ গজে দেখার অপেক্ষায় ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 2:04 PM IST