Rohit Sharma: অবসরের জল্পনার মাঝেই বড় পদক্ষেপ রোহিতের! সমালোচকদের দিলেন উপযুক্ত জবাব

Last Updated:

Rohit Sharma: টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। তবে সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার ওডিআই থেকেও অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা।

News18
News18
টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। তবে সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার ওডিআই থেকেও অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা। ৫ দিন ধরে কোনও ম্যাচ খেলেননি ভারতীয় তারকা। রোহিত শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলেছিলেন।
বর্তমানে রোহিত শর্মার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। এদিকে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আসন্ন অস্ট্রেলিয়ার সাদা বলের সফরের পরে তিনি অবসর নিতে পারেন। কিন্তু এই সবকিছুর মধ্যে বড়সড় চমক দিলেন ওয়ান ডে ফরম্যাটে ভারত। সব জল্পনার অবসান ঘটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হিটম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে রোহিত শর্মা কঠোর পরিশ্রম করছেন। তিনি তার পুরনো বন্ধু এবং বিখ্যাত কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করছেন। প্রথমে তিনি জিমে ফেরার একটি ছবি শেয়ার করেছিলেন রোহিত। এবার সামনে এল তাঁর মাঠে ফেরার ভিডিও। ভাইরাল হওয়া একটি ভিডিওতে, ৩৮ বছর বয়সী রোহিতকে মুম্বাইয়ের একটি স্টেডিয়ামে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। যা দেখায় যে তিনি তার প্রত্যাবর্তনের জন্য কতটা সিরিয়াস।
advertisement
advertisement
ভারতীয় পুরুষ ক্রিকেট দল অক্টোবরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করতে হবে। এর পর দুই দলের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। রোহিত শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ মার্চ ২০২৫ সালে দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। ফের একবার হিটম্যানকে ২২ গজে দেখার অপেক্ষায় ফ্যানেরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: অবসরের জল্পনার মাঝেই বড় পদক্ষেপ রোহিতের! সমালোচকদের দিলেন উপযুক্ত জবাব
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement