Rohit Sharma: ৩ ক্রিকেটারে মুগ্ধ রোহিত শর্মা, পোস্টে জানালেন নিজের মনের কথা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: রাজকোট টেস্টে ৩ ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও ধ্রব জুরেল দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এবার তাদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত শর্মা।
রাজকোট: তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় দল। ৪৩৪ রানে ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। যা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় জয়। একইসঙ্গে ৫ ম্যাচের সিরিজে ২-১ লিড নিয়েছে রোহিত ব্রিগেড। রাজকোট টেস্টে ৩ ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও ধ্রব জুরেল দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এবার তাদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত শর্মা।
রাজকোটে দ্বিতীয় ইনিংয়ে ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। পরপর ২টি টেস্টে দ্বিশতরান করে যশস্বী। একইসঙ্গে রাজকোট টেস্টে অভিষেক হয় সরফরাজ খানের। উভয় ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন তিনি। উইকেটরক্ষক ধ্রুব জুরেলও এই ম্যাচে ৪৭ রানের ইনিংস খেলেন এবং উইকেটের পিছনে দাঁড়িয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই ৩ ক্রিকেটারের প্রশংসায় নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেন রোহিত শর্মা।
advertisement

advertisement
রোহিত নিজের ইনস্টা স্টোরি পোস্টে দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন। যেখানে একটিতে যশস্বীর ২০০-র পর সরফরাজের সঙ্গে তাঁর উচ্ছ্বাস, অপর ছবিতে ধ্রুব জুরেলের বেন ডাকেটকে করা দুরন্ত রান আউটের ছবি। আর ছবিতে লেখা ‘ইয়ে আজকাল কি বাচ্চে’, অর্থাৎ ‘এরা আজকালকার বাচ্চা’। সঙ্গে একটা হাততালির ইমোজিও দিয়েছেন রোহিত।
advertisement
প্রসঙ্গত, রাজকোট টেস্টে প্রথমে ব্যাট করে ৪৪৫ রান করে ভারত। সেঞ্চুরি করেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ৬২ রান করেন অভিষেককারী সরফরাজ খান। জবাবে ৩১৯ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। বেন ডাকেটের ১৫৩ রা ছাড়া কেউ সেইভাবে লড়াই দিতে পারেনি। ভারতের সর্বোচ্চ ৪টি উইকেট নেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ১২৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ৪৩০ করে ভারত। ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। অপরাজিত ২১৪ করেন তিনি। ৯১ রান করেন শুভমান গিল। ৬৮ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান। ৫৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 8:32 PM IST