IND vs AUS : অস্ট্রেলিয়ান বোলারদের অযথা ঘাড়ে চাপতে দিয়েছি! টেস্ট হেরে রোহিতের পোস্টমর্টেম

Last Updated:
সাহসের অভাবে হেরেছে ভারত, অকপট ক্যাপ্টেন রোহিত
সাহসের অভাবে হেরেছে ভারত, অকপট ক্যাপ্টেন রোহিত
ইনদওর: অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর তৃতীয় টেস্টে ভারত যে জিতবে না সেটা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানরা ভুল শুধরে নিয়ে অনেকটা ভাল খেলবে আশা করা গিয়েছিল। কিন্তু সেটাও হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। অস্ট্রেলিয়াকে ৩-০ উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পাকা করতে পারেনি ভারত।
আরও পড়ুন - ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ভাসছে হাই প্রোফাইল ম্যানেজারের নাম, সিলভাকে রেখে দিল লাল হলুদ
নয় উইকেটে হারের থেকেও তাদের কাছে যেটা বেশি লজ্জার। ইনদওর টেস্ট হারের পর দুঃখিত হলেও হতাশ নন রোহিত শর্মা। ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন অতিরিক্ত ডিফেন্সিভ মানসিকতা এবং অস্ট্রেলিয়ার বোলারদের ঘাড়ে উঠতে দিয়েছেন তারা নিজেরাই। লায়ন, মারফি, খুনেম্যানরা ভাল বল করলেও ভারতীয় ব্যাটসম্যানরা পায়ের ব্যবহার সঠিকভাবে করেননি।
advertisement
তাদের সুবিধামতো জায়গায় বল ফেলার সুযোগ করে দিয়েছেন। এটাই কাজে লাগিয়েছে ক্যাঙ্গারু ব্রিগেড। রোহিত মনে করেন চতুর্থ এবং শেষ টেস্ট ম্যাচে নামার আগে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, কোথায় উন্নতির প্রয়োজন আছে। তবেই আমেদাবাদে সঠিক জায়গায় থাকবে দলের মানসিকতা।
advertisement
advertisement
তবে মাঝেমধ্যে নিজেদের উন্নতির জন্য ধাক্কা খাওয়া প্রয়োজন। তাই একদিকে এই টেস্ট ম্যাচে হেরে শাপে বর হয়েছে। আমেদাবাদে অনেক বেশি মোটিভেশন নিয়ে নামতে পারবে টিম ইন্ডিয়া। অনেক বেশি সাহস দেখাতে পারবে। আর রাহুলের জায়গায় সুযোগ পাওয়া শুভমন গিলকেও কিন্তু আহমেদাবাদে নিজের নামের প্রতি সুবিচার করে দেখাতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS : অস্ট্রেলিয়ান বোলারদের অযথা ঘাড়ে চাপতে দিয়েছি! টেস্ট হেরে রোহিতের পোস্টমর্টেম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement