ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ভাসছে হাই প্রোফাইল ম্যানেজারের নাম, সিলভাকে রেখে দিল লাল হলুদ
- Published by:Rohan roychowdhury
Last Updated:
কলকাতা: ইস্টবেঙ্গলের সব খারাপের মধ্যে একমাত্র উজ্জ্বল আলো ছিলেন তিনি। ১২ গোল করে আইএসএলর মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন ক্লেটন সিলভা।
আইএসএলে আরও এক হতাশার মরশুম শেষ করেছে ইস্টবেঙ্গল। গত দু’বারের তুলনায় জয়ের সংখ্যা বাড়লেও, সার্বিকভাবে দলের পারফরম্যান্স সমর্থকদের ভরসা জোগাতে ব্যর্থ। মূলত ফুটবলারদের ধারাবাহিকতার অভাবে ডুবতে হয়েছে স্টিফেন কনস্টানটাইনের দলকে।
তবে উজ্জ্বল ব্যতিক্রম ক্লেটন সিলভা। ২০ ম্যাচে ১২ গোল করে লিগে সর্বাধিক গোলদাতার তালিকায় যুগ্মভাবে শীর্ষে এই ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার। তাই মরশুম শেষ হতেই তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি নবীকরণ করল টিম ম্যানেজমেন্ট। ২০২৩-২৪ মরশুম পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ক্লেটন।
advertisement
advertisement
বৃহস্পতিবার তিনি জানান, ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত হওয়ায় খুবই ভাল লাগছে। আশা করি, আগামী মরশুমে আরও ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারব। এদিকে, কোচ স্টিফেন কনস্টানটাইনের পারফরম্যান্সে খুব একটা খুশি নয় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। বিশেষত লিগের শেষ দিকে বারবার দলের বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তাঁর উপর ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট।
advertisement
One more year of @Cleiton62112724 at @eastbengal_fc 🔴🟡#HeroISL #LetsFootball #EastBengalFC https://t.co/CppF53ue3A
— Indian Super League (@IndSuperLeague) March 2, 2023
এবার সম্ভবত বরখাস্ত করা হতে পারে স্টিফেনকে। বোর্ড মিটিংয়ে কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে চলেছেন ক্লাব ও বিনিয়োগকারীর কর্তারা। ক্লেটনদের পরবর্তী কোচের দৌড়ে নাম ভাসছে খালিদ জামিলের। অতীতে লাল-হলুদে কোচিং করিয়েছেন এই মুম্বইকর। তাঁর প্রশিক্ষণে অল্পের জন্য আই লিগ হাতছাড়া করে দল।
advertisement
খালিদও কলকাতায় ফিরতে মরিয়া। ইতিমধ্যেই দায়িত্ব ছেড়েছেন বেঙ্গালুরু ইউনাইটেডের। যদিও মুম্বইকর কোচের ব্যাপারে খুব একটা আগ্রহী নয় টিম ম্যানেজমেন্ট। আবার কোথাও শোনা যাচ্ছি ফিলিপ ডি রাইডার এর নাম। উঠে এসেছে অতীতে এটিকেকে চ্যাম্পিয়ন করা কোচ মোলিনার নাম। তবে ইস্টবেঙ্গল কাকে চূড়ান্ত করে সেটা সময়ের অপেক্ষা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 12:02 PM IST