Rohit Sharma: রোহিতের কেরিয়ার নিয়ে সবথেকে বড় সিদ্ধান্ত! জানিয়ে দিলেন হিটম্যানের কোচ! বড় আপডেট

Last Updated:

Rohit Sharma: অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। তারপর থেকেই রোহিত শর্মার কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে সংশয়।

News18
News18
অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। তারপর থেকেই রোহিত শর্মার কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে সংশয়। কত দিন রোহিত শর্মাকে মাঠে দেখা যাবে, অস্ট্রেলিয়া সফরই শেষ সুযোগ কিনা তা নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা-জল্পনা। এরই মধ্যে রোহিতের কেরিয়ার নিয়ে বড় মন্তব্য করলেন তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড।
আইএএনএস-এর সঙ্গে কথা বলার সময় দীনেশ লাড বলেন, “আমার মনে হয় রোহিত শর্মার পরিকল্পনা হলো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলে এবং ভারতকে চ্যাম্পিয়ন করে অবসর নেওয়ার। রোহিত সেই দিকেই প্রস্তুতি নিচ্ছে। সে একেবারেই ফিট আছে। সে ৭ থেকে ৮ কেজি ওজন কমিয়েছে। বিরাটের ফিটনেস নিয়ে তো বলার কিছুই নেই। আমার মনে হয়, রোহিত এবং বিরাট দুজনেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের অপেক্ষায় আছেন।”
advertisement
দীনেশ লাড আরও বলেন, “অস্ট্রেলিয়ান পিচে ভারতীয় ব্যাটসম্যানরা বরাবরই ভালো ব্যাটিং করে এসেছে। আমার মনে হয় না আসন্ন সফরে ভারতীয় ব্যাটসম্যানদের কোনো সমস্যা হবে। রোহিত ও বিরাটও সাফল্য পাবেন।” তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একসময় মনে হচ্ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের কারণে টেস্ট ও টি-২০ ফরম্যাটে ভারতীয় দলকে সমস্যা পড়তে হবে, কিন্তু তরুণ খেলোয়াড়রা দারুণভাবে দুটি ফরম্যাটেই পারফর্ম করেছে। যুবরা রোহিত ও বিরাটের অভাব অনুভব করতে দেয়নি। আমাদের ভবিষ্যৎ ভালো। শুধু ব্যাটিং নয়, আমাদের বোলিংও শক্তিশালী।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকর শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ ম্যাচের সিরিজের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছেন। ওয়ানডেতে রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে এবং শ্রেয়স আইয়ারকে সহ-অধিনায়ক করা হয়েছে। রোহিত শর্মা একজন খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন। বিরাট কোহলিও দলে আছেন। টি-২০ দলে এশিয়া কাপ জয়ী দলকেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে অপরিবর্তিত রাখা হয়েছে। ইনজুরির কারণে হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়া সফরের দলে নেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: রোহিতের কেরিয়ার নিয়ে সবথেকে বড় সিদ্ধান্ত! জানিয়ে দিলেন হিটম্যানের কোচ! বড় আপডেট
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement