Rohit Sharma: স্টেজ থেকে নেমে নিয়ে এলেন বাবা-মাকে! রোহিতের নামে স্ট্যান্ড উদ্বোধনে আবেগে ভাসল শর্মা পরিবার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার কয়েক দিন যেতে না যেতেই আরও এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্তের সাক্ষী থাকলেন ভারতীয় ওডিআই অধিনায়ক।
মুম্বই: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার কয়েক দিন যেতে না যেতেই আরও এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্তের সাক্ষী থাকলেন ভারতীয় ওডিআই অধিনায়ক। যে স্টেডিয়ামে একসময় বড় ক্রিকেটার হওয়ার লড়াই শুরু করেছিলেন। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শুক্রবার উদ্বোধন হল রোহিত শর্মার নামের স্ট্যান্ড। বাবা-মাকে পাশে নিয়ে নিজের নামের স্ট্যান্ড উদ্বোধন করলেন ভারতীয় অধিনায়ক।
রোহিত শর্মার নামে স্ট্যান্ড উদ্বোধনের জন্য ওয়াংখেড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে বোতাম টিপে উদ্বোধন করবেন রোহিত শর্মা। তবে মঞ্চ থেকে নেমে রোহিত নিজের বাবা-মা র্ণিমা এবং গুরুনাথ শর্মাকে স্টেজে আমন্ত্রণ জানান এবং তিনজনে একসঙ্গে বোতামটি টিপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
গত মাসে এমসিএ-র ৮৬তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ওয়াংখেড়েতে রোহিত শর্মাকে সম্মান জানাতে একটি স্ট্যান্ড তাঁর নামে নামাঙ্কিত হবে। রোহিত ও তার স্ত্রী ঋতিকা সাজদে মঞ্চ থেকে বিশাল পোস্টার, রঙিন ধোঁয়া ও আতশবাজির মাঝে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন উপভোগ করেন। ছেলের নামে স্ট্যান্ড দেখে আবেগাপ্লপুত হয়ে পড়েন রোহিতে বাবা-মা।
advertisement
advertisement
#WATCH | Mumbai | Rohit Sharma stands unveiled at Wankhede stadium. Indian ODI men’s cricket team captain Rohit Sharma and his family, Maharashtra CM Devendra Fadnavis, NCP-SCP chief Sharad Pawar, and others, are also present.
The Mumbai Cricket Association (MCA) is formally… pic.twitter.com/K39kSfRkCY
— ANI (@ANI) May 16, 2025
advertisement
দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রোহিত বলেন, “প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আজ এখানে এসে এই অনুষ্ঠানটিকে এতটা বিশেষ করে তুলেছেন। আজ যা ঘটছে, তা আমি স্বপ্নেও ভাবিনি। ছোটবেলায় যখন বড় হচ্ছিলাম, তখন মুম্বই এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। কিন্তু এমন কিছু কখনও কল্পনাও করিনি। একজন খেলোয়াড় হিসেবে দেশের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি আমরা। সেই যাত্রায় অনেক মাইলফলক আসে, তবে এই সম্মান সত্যিই বিশেষ।”
advertisement
#WATCH | Mumbai | At the inauguration ceremony of a stand in Wankhede to be named after him, Indian ODI men’s cricket team captain Rohit Sharma says, “What is going to happen today, I have never dreamed of. As a kid growing up, I wanted to play for Mumbai, for India. No one… pic.twitter.com/BH2VCjmxFi
— ANI (@ANI) May 16, 2025
advertisement
তিনি আরও বলেন, “ওয়াংখেড়ে একটি আইকনিক স্টেডিয়াম, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। নিজের নামে একটি স্ট্যান্ড থাকা – এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। খেলাধুলার মহানদের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের মাঝেও আমার নাম থাকা, এটা এক গর্বের অনুভূতি। আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। সমস্ত এমসিএ সদস্য ও অ্যাপেক্স কাউন্সিল সদস্যদের ধন্যবাদ জানাই। আমি দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছি, তবে এখনও একটি ফরম্যাট খেলছি। আগামী ২১ তারিখে দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে যখন এখানে মাঠে নামব, তখন একটা অন্যরকম অনুভূতি হবে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 6:46 PM IST