শুধু রোহিত-কোহলি নয়, শীঘ্রই অবসর আরও ৫ তারকার! ভারতীয় ক্রিকেটে 'যুগবদল'

Last Updated:
These 5 Indian Cricketer May Announce Retirement Soon: যুগ বদল বা পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে টিম ইন্ডিয়া। একাধিক তারকা ক্রিকেটার ২০২৫ সালেই বিদায় জানাতে পারেন। সেই তালিকায় কোন ৫ জন রয়েছে চলুন দেখা নেওয়া যাক।
1/6
রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আগেই বিদায় জানিয়েছিলেন টি-২০ ক্রিকেট থেকে। অনেকই মনে করছেন যুগ বদল বা পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে টিম ইন্ডিয়া। একাধিক তারকা ক্রিকেটার ২০২৫ সালেই বিদায় জানাতে পারেন।
রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আগেই বিদায় জানিয়েছিলেন টি-২০ ক্রিকেট থেকে। অনেকই মনে করছেন যুগ বদল বা পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে টিম ইন্ডিয়া। একাধিক তারকা ক্রিকেটার ২০২৫ সালেই বিদায় জানাতে পারেন।
advertisement
2/6
চেতশ্বর পুজারা: ভারতীয় দল থেকে দীর্ঘ দিন বাইরে রয়েছেন চেতশ্বর পুজারা। বর্ডার-গাভাসকর ট্রফিতে দলে ফেরার শেষ সম্ভাবনা থাকলেও তা হয়নি। ফলে নতুন বছরে পুজারার অবসরের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
চেতশ্বর পুজারা: ভারতীয় দল থেকে দীর্ঘ দিন বাইরে রয়েছেন চেতশ্বর পুজারা। বর্ডার-গাভাসকর ট্রফিতে দলে ফেরার শেষ সম্ভাবনা থাকলেও তা হয়নি। ফলে নতুন বছরে পুজারার অবসরের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
advertisement
3/6
অজিঙ্কে রাহানে: পুজারার মত একই অবস্থা অজঙ্কে রাহানেরও। সাদা বলের ক্রিকেটে দীর্ঘ দিন ব্রাত্য। টেস্ট দলেও এখন বাদের খাতায়। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকলেও ভারতীয় দলের রাস্তা রাহানের জন্য আর খুলবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে অবসরের পথ বাছতে পারেন রাহানেও।
অজিঙ্কে রাহানে: পুজারার মত একই অবস্থা অজঙ্কে রাহানেরও। সাদা বলের ক্রিকেটে দীর্ঘ দিন ব্রাত্য। টেস্ট দলেও এখন বাদের খাতায়। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকলেও ভারতীয় দলের রাস্তা রাহানের জন্য আর খুলবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে অবসরের পথ বাছতে পারেন রাহানেও।
advertisement
4/6
রবীন্দ্র জাদেজা: অশ্বিনের পর ভারতীয় দলের অপর তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও সম্ভবত নতুন বছরে অবসর নিতে পারেন। বয়স ৩৬ পেরিয়ে গিয়েছে। দলে থাকলে প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন। ফলে টেস্ট ক্রিকেট আর কত দিন টানবেন জাড্ডু তা নিয়ে সন্দেহ রয়েছে।
রবীন্দ্র জাদেজা: অশ্বিনের পর ভারতীয় দলের অপর তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও সম্ভবত নতুন বছরে অবসর নিতে পারেন। বয়স ৩৬ পেরিয়ে গিয়েছে। দলে থাকলে প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন। ফলে টেস্ট ক্রিকেট আর কত দিন টানবেন জাড্ডু তা নিয়ে সন্দেহ রয়েছে।
advertisement
5/6
ইশান্ত শর্মা: দীর্ঘ দিন ধরে ভারতীয় দলের বাইরে একসময়কার সেরা পেস বোলার ইশান্ত শর্মা। বর্তমানে আর জাতীয় দলে ফেরার কোনও সম্ভাবনাই নেই ডান হাতি পেসারের। ফলে ২০২৫-এ ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।
ইশান্ত শর্মা: দীর্ঘ দিন ধরে ভারতীয় দলের বাইরে একসময়কার সেরা পেস বোলার ইশান্ত শর্মা। বর্তমানে আর জাতীয় দলে ফেরার কোনও সম্ভাবনাই নেই ডান হাতি পেসারের। ফলে ২০২৫-এ ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।
advertisement
6/6
ভুনেশ্বর কুমার: টিম ইন্ডিয়ার অপর এক তারকা পেসার ভুবনেশ্বর কুমারও ২০২৫ সালে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এক সময় তার হাতের সুইং অবাক করেছিল সকলকে। কিন্তু অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়ার পর আর ফিরতে পারেননি।
ভুনেশ্বর কুমার: টিম ইন্ডিয়ার অপর এক তারকা পেসার ভুবনেশ্বর কুমারও ২০২৫ সালে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এক সময় তার হাতের সুইং অবাক করেছিল সকলকে। কিন্তু অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়ার পর আর ফিরতে পারেননি।
advertisement
advertisement
advertisement