তিন বছর পর সেঞ্চুরি শুনে মেজাজ হারালেন রোহিত! সাংবাদিক সম্মেলনে অগ্নি শর্মা অধিনায়ক

Last Updated:

Rohit Sharma irritated with broadcasting channel after 3rd ODI at Indore. তিন বছর পর সেঞ্চুরি শুনে মেজাজ হারালেন রোহিত! সাংবাদিক সম্মেলনে অগ্নি শর্মা অধিনায়ক

দীর্ঘদিন পর ভারতের জার্সিতে সেঞ্চুরি রহিতের
দীর্ঘদিন পর ভারতের জার্সিতে সেঞ্চুরি রহিতের
#মুম্বই: অধিনায়ক হিসেবে তার সামনে সুযোগ আছে মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করার। ইদানীং একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। মাঝে মধ্যেই মেজাজ হারাচ্ছেন। আসলে দল খারাপ খেললে অধিনায়ক হিসেবে তাঁকেই যে সবচেয়ে বেশি সমালোচনা হজম করতে হয়। তাই কোথাও কোনও ত্রুটি চোখে পড়লেই সতর্ক করার চেষ্টা করেন সতীর্থদের।
তবে মাঠের বাইরের কোনও বিষয়ে রোহিত শর্মাকে সেভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি। কিন্তু ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলার পরেও তাঁর মেজাজ ছিল তিরিক্ষি। বেজায় চটেছেন সম্প্রচারকারী চ্যানেলের উপর। কারণ, হিটম্যান সেঞ্চুরি হাঁকানোর পর ধারাভাষ্যকাররা বলেন, তিন বছর পর একদিনের ক্রিকেটে শতরান পেলেন রোহিত।
আরও পড়ুন - বালাকোট বিমান হামলার পরেই নাকি ভারত-পাক পরমাণু যুদ্ধ হতে হতে বেঁচেছিল, বলছে আমেরিকা
তথ্যটা একেবারেই সঠিক নয় বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন ভারত অধিনায়ক। তাঁর যুক্তি, বিষয়টি যেভাবে দেখানো হচ্ছে, সেটা সঠিক নয়। তিন বছরে আমরা কয়টি একদিনের ম্যাচ খেলেছি, সেটা সবার আগে দেখতে হবে। এমনিতেই ২০২০ সালে কোভিডের কারণে সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটই হয়নি। তার উপর আমার চোট ছিল।
advertisement
advertisement
বেশ কিছুটা সময় থাকতে হয়েছিল দলের বাইরে। তিন বছরের হিসেবে ১৭টি ওয়ান ডে’র মধ্যে আমি খেলেছি ১২টিতে। অর্থাৎ ম্যাচের সংখ্যা খুবই কম। তাই তিন বছর পর শব্দটা বড় বেশি কানে লাগছে। মনে হবে, অনেকদিন আমি শতরান পাইনি। সম্প্রচারকারী চ্যানেলের উচিত সঠিক তথ্য তুলে ধরা। ভুল পরিসংখ্যান পরিবেশনে বিভ্রান্তি ছড়ায়।
advertisement
গত বছর আমরা জোর দিয়েছিলাম টি-২০ ক্রিকেটে। আমাদের দলের মধ্যে একমাত্র সূর্যকুমার যাদবই দু’টি শতরান করেছিল। আর কেউ নেই তালিকায়। ওয়ান ডে সিরিজ জেতার পর নিউজিল্যান্ডকে টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাই ফের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
তিন বছর পর সেঞ্চুরি শুনে মেজাজ হারালেন রোহিত! সাংবাদিক সম্মেলনে অগ্নি শর্মা অধিনায়ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement