বেশ কিছুটা সময় থাকতে হয়েছিল দলের বাইরে। তিন বছরের হিসেবে ১৭টি ওয়ান ডে’র মধ্যে আমি খেলেছি ১২টিতে। অর্থাৎ ম্যাচের সংখ্যা খুবই কম। তাই তিন বছর পর শব্দটা বড় বেশি কানে লাগছে। মনে হবে, অনেকদিন আমি শতরান পাইনি। সম্প্রচারকারী চ্যানেলের উচিত সঠিক তথ্য তুলে ধরা। ভুল পরিসংখ্যান পরিবেশনে বিভ্রান্তি ছড়ায়।গত বছর আমরা জোর দিয়েছিলাম টি-২০ ক্রিকেটে। আমাদের দলের মধ্যে একমাত্র সূর্যকুমার যাদবই দু’টি শতরান করেছিল। আর কেউ নেই তালিকায়। ওয়ান ডে সিরিজ জেতার পর নিউজিল্যান্ডকে টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাই ফের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।#RohitSharma slams broadcaster over ‘first century in 3 years' after #IndvsNZ3rdODI #RohitSharma𓃵 #IndianCricket #Cricket #CricketTwitter #INDvsNZ pic.twitter.com/elSxvGVLRX
— CricketCountry (@cricket_country) January 25, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rohit Sharma