বালাকোট বিমান হামলার পরেই নাকি ভারত-পাক পরমাণু যুদ্ধ হতে হতে বেঁচেছিল, বলছে আমেরিকা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Pompeo claims India Pakistan was on the verge of nuclear war after Balakot. বালাকোট বিমান হামলার পরেই হতে পারত ভারত পাক পরমাণু যুদ্ধ
#ওয়াশিংটন: আজ পর্যন্ত ভারত পাকিস্তানের ঘোষিত যুদ্ধ হয়েছে ৪ বার। ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ কার্গিল। কিন্তু কখনও পরমাণু যুদ্ধের সামনাসামনি আসেনি দুই দেশ। তিন বছর আগে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পর মানুষ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিক ও প্রাক্তন সিআইএর প্রধান হিসেবে মাইক পম্পেও তাঁর স্মৃতিকথামূলক ‘নেভার গিভ অ্যান ইঞ্চি–ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’ বইয়ে এসব তথ্য প্রকাশ করেছেন।
বইটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পম্পেও দাবি করেছেন, ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এই যুদ্ধ রোধ করা সম্ভব হয়েছে। মার্কিন কূটনীতিক জানিয়েছেন, সে সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছিলেন।
সুষমা তাঁকে জানিয়েছিলেন, বিমান হামলার ঘটনায় পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ভারতও তার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ৪১ আধা সামরিক সেনা নিহত হওয়ার ঘটনায় একটি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়।
advertisement
advertisement
India and Pakistan came close to a nuclear war in 2019 and Washington’s intervention prevented an escalation, former US Secretary of State Mike Pompeo says https://t.co/fDv35qjMWH pic.twitter.com/gnpNsttzYc
— Al Jazeera English (@AJEnglish) January 25, 2023
এরপরই পাকিস্তান সীমান্তের ভেতর বিমান হামলা চালায় ভারত। ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান ধরা পড়েন পাকিস্তানের হাতে। পম্পেও বলেন, ভিয়েতনামের হ্যানয়ে থাকার সময় ওই রাতের কথা কখনোই ভুলব না। সেখানে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করাই শুধু যথেষ্ট ছিল না।
advertisement
কাশ্মীরের সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের কারণে ভারত ও পাকিস্তান তখন একে অপরকে হুমকি দেওয়া শুরু করেছিল। পরিস্থিতি যথেষ্ট সিরিয়াস ছিল। মাইক পম্পেও লিখেছেন, এই ভয়ংকর পরিস্থিতি এড়াতে আমরা যা করেছি, তা অন্য কোনো দেশ করতে পারেনি। জ্যেষ্ঠ কূটনীতিক ডেভিড হাল পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।
তিনিও ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অগ্রাধিকারের বিষয়টি জানতেন। তবে শেষ পর্যন্ত তিনি নিজে এবং ভারত পাকিস্তানের উচ্চপর্যয়ের নেতৃত্ব আলোচনা করে বিষয়টি খন্ডন করতে পেরেছিল এটাই সবচেয়ে বড় পাওনা মনে করেন পম্পেও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 9:35 PM IST