বালাকোট বিমান হামলার পরেই নাকি ভারত-পাক পরমাণু যুদ্ধ হতে হতে বেঁচেছিল, বলছে আমেরিকা

Last Updated:

Pompeo claims India Pakistan was on the verge of nuclear war after Balakot. বালাকোট বিমান হামলার পরেই হতে পারত ভারত পাক পরমাণু যুদ্ধ

অল্পের জন্য এড়ানো গিয়েছিল ভারত পাক পরমাণু যুদ্ধ
অল্পের জন্য এড়ানো গিয়েছিল ভারত পাক পরমাণু যুদ্ধ
#ওয়াশিংটন: আজ পর্যন্ত ভারত পাকিস্তানের ঘোষিত যুদ্ধ হয়েছে ৪ বার। ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ কার্গিল। কিন্তু কখনও পরমাণু যুদ্ধের সামনাসামনি আসেনি দুই দেশ। তিন বছর আগে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পর মানুষ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিক ও প্রাক্তন সিআইএর প্রধান হিসেবে মাইক পম্পেও তাঁর স্মৃতিকথামূলক ‘নেভার গিভ অ্যান ইঞ্চি–ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’ বইয়ে এসব তথ্য প্রকাশ করেছেন।
বইটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পম্পেও দাবি করেছেন, ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এই যুদ্ধ রোধ করা সম্ভব হয়েছে। মার্কিন কূটনীতিক জানিয়েছেন, সে সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছিলেন।
সুষমা তাঁকে জানিয়েছিলেন, বিমান হামলার ঘটনায় পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ভারতও তার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ৪১ আধা সামরিক সেনা নিহত হওয়ার ঘটনায় একটি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়।
advertisement
advertisement
এরপরই পাকিস্তান সীমান্তের ভেতর বিমান হামলা চালায় ভারত। ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান ধরা পড়েন পাকিস্তানের হাতে। পম্পেও বলেন, ভিয়েতনামের হ্যানয়ে থাকার সময় ওই রাতের কথা কখনোই ভুলব না। সেখানে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করাই শুধু যথেষ্ট ছিল না।
advertisement
কাশ্মীরের সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের কারণে ভারত ও পাকিস্তান তখন একে অপরকে হুমকি দেওয়া শুরু করেছিল। পরিস্থিতি যথেষ্ট সিরিয়াস ছিল। মাইক পম্পেও লিখেছেন, এই ভয়ংকর পরিস্থিতি এড়াতে আমরা যা করেছি, তা অন্য কোনো দেশ করতে পারেনি। জ্যেষ্ঠ কূটনীতিক ডেভিড হাল পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।
তিনিও ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অগ্রাধিকারের বিষয়টি জানতেন। তবে শেষ পর্যন্ত তিনি নিজে এবং ভারত পাকিস্তানের উচ্চপর্যয়ের নেতৃত্ব আলোচনা করে বিষয়টি খন্ডন করতে পেরেছিল এটাই সবচেয়ে বড় পাওনা মনে করেন পম্পেও।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বালাকোট বিমান হামলার পরেই নাকি ভারত-পাক পরমাণু যুদ্ধ হতে হতে বেঁচেছিল, বলছে আমেরিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement