ICC T20 World Cup 2024: কাটবে আইসিসি ট্রফির খরা? টি-২০ বিশ্বকাপের আগে দলকে বড় বার্তা রোহিতের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024: সামনে টি-২০ বিশ্বকাপ। আরও একবার আইসিসি ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে। বড় প্রতিযোগিতায় নামার আগে দলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রোহিত শর্মা।
২০১৩ সালে ভারতের ঘরে এসেছিল শেষ আইসিসি ট্রফি। তারপর এক দশকের বেশি সময় কেটে গেলেও খরা এখনও কাটেনি। গত একদিনের বিশ্বকাপেও ফাইনালে উঠেও হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সামনে টি-২০ বিশ্বকাপ। আরও একবার আইসিসি ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে। বড় প্রতিযোগিতায় নামার আগে দলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রোহিত শর্মা।
আইপিএল দলে অধিনায়কত্ব হারালেও জাতীয় দলে নেতার ভূমিতকাতেই দেখা যাবে রোহিত শর্মাকে। টি-২০ বিশ্বকাপের আগে দলের ক্রিকেটেরদের উদ্দেশ্যে রোহিত শর্মা বলেছেন,”সব প্রতীপক্ষকেই সমান গুরুত্ব দিতে হবে। কোনও ম্যাচ হাল্কাভাবে নেওয়া যাবে না। সবাই দলের গুরুত্বপূর্ণ অংশ। সেটা সকলকে বুঝতে হবে। এটা নিশ্চিত করা আমারও দায়িত্ব।”
তবে শুধু অধিনায়কত্ব নয়,ব্যাটার হিসেবেও যে তাঁকে সাফল্য পেতে হবে আর সেটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই কথাও বলেছেন রোহিত শর্মা। তিনি বলেছেন,”আমি বিশ্বাস করি, শুধু নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামলে হবে না। ক্রিকেটার হিসাবেও সঠিক প্রস্তুতি নিতে হবে। তার জন্য যতটা সম্ভব ঘাম ঝরাচ্ছি যাতে ম্যাচে নিজের সেরাটা দেওয়া যায়।” এমনিতেও আইপিএলে সেরা ফর্মে পাওয়া যায়নি হিটম্যানকে। ফলে টি-২০ বিশ্বকাপে রান পেতে মরিয়া রোহিত।
advertisement
advertisement
প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কতটা হোমওয়ার্ক করছেন সেটাও জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন,”ম্যাচে নামার আগে প্রতিপক্ষের প্লেয়ারদের সম্পর্কে শক্তি-দুর্বলতা সবরকম তথ্য তৈরি রাখার চেষ্টা করি। মাঠ বা উইকেট সম্পর্কেও যতটা পারা যায় তথ্য রাখি। যাতে ম্যাচের সময় দরকার হলে সতীর্থদের সবরকমভাবে সাহায্য করতে পারি।”
“Everyone should feel I am part of this team and I am important” – @ImRo45
📹 | Watch the Indian skipper discuss how he deals with people, the importance of understanding & analyzing opponents, how #TeamIndia is preparing for #IndiasGreatestLove and more!
📺 | Don’t miss… pic.twitter.com/yBKWZGKk4C
— Star Sports (@StarSportsIndia) May 29, 2024
advertisement
প্রসঙ্গত, আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। ৫ জুন আরাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। টি-২০ বিশ্বকাপে দলের ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 2:04 PM IST