Rohit Sharma: নিজের প্রিয় ৪ কোটির ল্যাম্বরগিনি বিনামূল্যে কাকে দিলেন রোহিত শর্মা? ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: কথা দিয়ে কথা রাখলেন রোহিত শর্মা। নিজের প্রিয় ল্যাম্বরগিনি গাড়ি বিনামূল্যে উপহার দিয়ে দিলেন ওডিআই ক্রিকেটে ভারত অধিনায়ক।
কথা দিয়ে কথা রাখলেন রোহিত শর্মা। নিজের প্রিয় ল্যাম্বরগিনি গাড়ি বিনামূল্যে উপহার দিয়ে দিলেন ওডিআই ক্রিকেটে ভারত অধিনায়ক। আইপিএল শুরুর আগে একটি অনলাইন গেমিং সংস্থার হয়ে বিজ্ঞাপন করতে দেখা গিয়েছিল হিটম্যানকে। সেখানেই কথা দিয়েছিলেন যে জিতবে এই গেম তার উইনারকে নিজের প্রিয় গাড়িটি দিয়ে দেবেন।
বিজ্ঞাপনটি সামনে আসার পর ঝড়ের মত তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওডিআই ক্রিকেটে নিজের সর্বোচ্চ স্কোর ২৬৪ নাম্বার প্লেটের নীল রঙের ল্যাম্বরগিনি উরুস গাড়িটিই কি সত্যি দিয়ে দেবেন রোহিত শর্মা। এই বিষয়ে অনেকের মনে আশঙ্কাও ছিল। অনেকেই ভেবেছিল বিজ্ঞাপনে বললেও একই রঙের একই কোম্পানির অন্য গাড়ি দেওয়া হবে।
তবে রোহিতের কথার সঙ্গে একশো শতাংশ মিল দেখা গেল বাস্তবে। নিজের ২৬৪ নাম্বার প্লেটের গাড়িটিই ওই অনলাইন গেমিং সংস্থার বিজয়ীর হাতে তুলে দিলেন রোহিত শর্মা। বিজয়ীর হাতে রোহিত শর্মা গাড়ির চাবি তুলে দেওয়ার ভিডিও বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়। বিজ্ঞাপনে রোহিত শর্মা বলেছেন গাড়িটি উপহার হিসেবে তুলে দিয়ে অটো করে বাড়ি ফিরবেন তিনি। যদিও বাড়ি ফেরার জন্য অটো ধরতে হয়নি রোহিতকে।
advertisement
advertisement
— R✨ (@264__ro) May 19, 2025
প্রসঙ্গত, আইপিএলের মাঝেই হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের কথা জানান তিনি। টি-২০ থেকে বিশ্বকাপ জয়ের পরই অবসর নিয়েছিলেন হিটম্যান। তবে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিতকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 9:36 AM IST