Rohit Sharma: হাত তুলে গিলকে শাসানি, রেগে লাল শর্মাজি, রোহিতকে এমন রাগতে কেউ দেখেনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit sharma get furious on Shubman Gill: এমন রেগে যেতে রোহিত শর্মাকে খুব একটা দেখা যায়নি। যেমনটা দেখা গেল ভারত বনাম আফগানিস্তান ম্যাচে। রোহিতের রাগের শিকার হলেন দলের তরুণ তারকা ওপেনার শুভমান গিল।
মোহালি: এমন রেগে যেতে রোহিত শর্মাকে খুব একটা দেখা যায়নি। যেমনটা দেখা গেল ভারত বনাম আফগানিস্তান ম্যাচে। রোহিতের রাগের শিকার হলেন দলের তরুণ তারকা ওপেনার শুভমান গিল। আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে খাতা না খুলেই সাজঘরে ফেরত যান রোহিত শর্মা। তারপরই রেগে লাল হয়ে যান ভারত অধিনায়ক।
১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে মিড অফে ড্রাইভ খেলেই রানের জন্য দৌড়ে আসেন রোহিত শর্মা। কিন্তু গিল পিছন ফিরে বলের দিকেই তাকেয়ি থাকেন। বুঝতেই পারেননি রোহিত ততক্ষণে নন স্ট্রাইকিং এন্ডে চলে এসেছেন। য়ার ফলে রান আউট হন রোহিত। এরপরই রেগে যান রোহিত। হাত তুলে শুভমনকে বলেন তাঁর রান নেওয়া উচিত ছিল। আঙুল উঁচিয়ে কথা বলেন রোহিত। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
Rohit gone for duck 😭#RohitSharma #Gill #IndvsAfg #INDvAFG pic.twitter.com/xpSGnreCm5
— Shubham Chand (@shubhamchand768) January 11, 2024
advertisement
advertisement
Never seen Rohit Sharma this angry.😡 pic.twitter.com/WK1WE4qjWR
— Ansh Shah (@asmemesss) January 11, 2024
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৪০ বলে ৬০ রানে ম্যাচ উইনিং ইনিংস খেলেন শিবম দুবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2024 9:48 AM IST