Rohit Sharma: যা কোনওদিন চাননি সেটাই হল! আইপিএলে লজ্জার রেকর্ড রোহিত শর্মার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: আইপিএলের শুরুরটা ভাল হল না রোহিত শর্মার। সিএসকের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ড গড়লেন হিটম্যান।
বিগত কয়েক বছর ধরেই আইপিএলে আশানরুপ পারফরম্যান্স করতে পারছে না পাঁচবারের ট্রফি জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্স। এবারও প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে মুম্বইকে। মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণেই সিএসকের বিরুদ্ধে হারতে হয়েছে। আর সেই ব্যর্থতার তালিকায় সবার উপরে নাম রয়েছে রোহিত শর্মার।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ১১ মাস পর আইপিএলের মঞ্চে টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে নেমেছিলেন হিটম্যান। কিন্তু শুরুটা ভাল হয়নি। চার বল খেলে খাতা না খুলেই খালিল আহমেদের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরত যেতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ককে।
সিএসকের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সর্বাধিক শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এলেন তিনি। এই নিয়ে মোট ১৮ বার আইপিএলে গোল্ডেন ডাক করলেন রোহিত শর্মা। সমসংখ্যক শূন্যরান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: রূপ ও যৌবনের আগুনে পুরে হবেন ছারখার! আইপিএলের গ্ল্যামার আরও বাড়াচ্ছেন ৫ লাস্যময়ী
প্রসঙ্গত, সিএসেক বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ ৩১ রান করেন সূর্যকুমার যাদব। রান তাড়া করচে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের ঝোড়ো ৫৩ ও রাচিন রবীন্দ্রর লড়াকু ৬৫ রানের ইনিংসের সৌজন্যে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 2:31 PM IST