নিউজিল্যান্ড সিরিজের আগেই মাঠে নামছেন রোহিত-কোহলি, কবে-কোথায় জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma And Virat Kohli Played These Matches Of Vijay Hazare Trophy: ভারতীয় ক্রিকেট দলের দুই অন্যতম বড় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণের খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের দুই অন্যতম বড় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণের খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। বিশেষ করে বিরাট কোহলির প্রত্যাবর্তন বাড়তি আকর্ষণ তৈরি করেছে, কারণ তিনি প্রায় ১৫ বছর পর এই প্রতিযোগিতায় নামতে চলেছেন। সবশেষ ২০১০ সালে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন তিনি।
রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তারা শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় রয়েছেন। বিজয় হাজারে ট্রফি যেহেতু ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়, তাই জানুয়ারি ২০২৬-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এই টুর্নামেন্ট দুই তারকার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা জানিয়েছে, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ এই টুর্নামেন্টে খেলার জন্য নিজেদের উপলব্ধতা নিশ্চিত করেছেন। দিল্লি দল প্রাথমিকভাবে প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে এবং রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি এই দুটি ম্যাচেই মাঠে নামবেন।
advertisement
অন্যদিকে, রোহিত শর্মাকেও মুম্বই দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, তিনি বিজয় হাজারে ট্রফির প্রথম দুটি ম্যাচ খেলবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিত শর্মা শেষবার ২০১৮ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারকা এই দুই ক্রিকেটারের অংশগ্রহণে এবারের বিজয় হাজারে ট্রফি যে বিশেষ আকর্ষণ পেতে চলেছে, তা বলাই বাহুল্য।
advertisement
বিজয় হাজারে ট্রফিতে দিল্লির ম্যাচ সূচি
২৪ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশ (বেঙ্গালুরু)
২৬ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম গুজরাট (বেঙ্গালুরু)
২৯ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম সৌরাষ্ট্র (আলুর)
৩১ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম ওডিশা (আলুর)
৩ জানুয়ারি, ২০২৬: দিল্লি বনাম সার্ভিসেস (বেঙ্গালুরু)
৬ জানুয়ারি, ২০২৬: দিল্লি বনাম রেলওয়ে (আলুর)
৮ জানুয়ারি, ২০২৬: দিল্লি বনাম হরিয়ানা (বেঙ্গালুরু)
advertisement
বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের ম্যাচ সূচি
২৪ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম সিকিম (জয়পুর)
২৬ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম উত্তরাখণ্ড (জয়পুর)
২৯ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম ছত্তিশগড় (জয়পুর)
৩১ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম গোয়া (জয়পুর)
৩ জানুয়ারি, ২০২৬: মুম্বাই বনাম মহারাষ্ট্র (জয়পুর)
৬ জানুয়ারি, ২০২৬: মুম্বাই বনাম হিমাচল প্রদেশ (জয়পুর)
৮ জানুয়ারি, ২০২৬: মুম্বাই বনাম পাঞ্জাব (জয়পুর)
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 8:26 PM IST








