World Cup: ৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল! এবার কি কাটবে খরা

Last Updated:

World Cup: ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ফলে সেই লক্ষ্যকেই এখন পাখির চোখ করে এগোনে উচিৎ টিম ইন্ডিয়ার। সেই ম্যাচে আমূল বদলে যেতে পারে ভারতীয় দল।

৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল!
৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল!
কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ফাইনাল হারের পর হতাশ টিম ইন্ডিয়া। কিন্তু এই সময় ভেঙে পড়ার নয়। পুনরায় ঘুড়ে দাঁড়িয়ে আরও শক্তিশালী হয়ে পাল্টা প্রত্যাঘাত করার। কারণ মাঝে আর মাত্র ৭ মাস। তারপরই ফের রয়েছে বিশ্বকাপ। ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ফলে সেই লক্ষ্যকেই এখন পাখির চোখ করে এগোনে উচিৎ টিম ইন্ডিয়ার।
তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। বর্তমান দল ও তখনকার দলের মধ্যে থাকতে পারে আকাশ পাতাল তফাৎ। অনেকেই মনে করছেন একদিনের বিশ্বকাপের দলে থাকা বেশির ভাগ ক্রিকেটারই থাকবে না সেই দলে। বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২২ সালের নভেম্বরের পর থেকে কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। গত এক বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন তারা। কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ। ফলে নতুন কোচও পেতে পারে ভারত।
advertisement
সাম্প্রতিক সময়ে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে ধারাবাহিকভাবে টি-২০ সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য দলের নেতৃত্ব পেতে পারেন বলে আশা করা যায়।আইপিএলে অধিনায়ক হিসেবে তার রেকর্ড ভাল। রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর ও কেএল রাহুলও এক বছরে খুব কম টি-২০ খেলেছেন। বয়স বিবেচনায় মহম্মদ শামিরও টি-২০ বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত নয়। এক বছর ধরে কোনও টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি তিনি। কেএল রাহুলের জায়গায় ঈশান কিশান ও সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশি।
advertisement
advertisement
২০২৩ সালে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অর্শদীপ সিং। সবচেয়ে বেশি ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। এ ছাড়া হার্দিক পান্ডিয়া, শুভমান গিল ও সূর্যকুমার যাদব খেলেছেন ১১টি করে ম্যাচ। তরুণ তিলক বর্মাও ১০ ম্যাচে সুযোগ পেয়েছেন। ওপেনিংয়ে শুভমান গিল ছাড়াও  টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কওয়াড়।
advertisement
তিলক ভার্মা আইপিএল ও টি-২০ আন্তর্জাতিকে তিন নম্বরে দুর্দান্ত পারফর্ম করেছেন। সূর্যকুমার যাদব খেলবেন চার নম্বরে। হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসন পাঁচ নম্বরের দৌড়ে রয়েছেন। শ্রেয়স আইয়ার ওডিআই বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করলেও তাঁরও টি-২০ বিশ্বকাপের দলে ঢোকার জন্য কঠিন লড়াই করতে হবে। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শিবম দুবেকে রাখা হতে পারে। অলরাউন্ডারের দৌড়ে রয়েছেন ওয়াশিংটনও সুন্দর। পেস বোলিংয়ে থাকতে পারেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ। স্পিন বিভাগে থাকতে পারেন রবি বিষ্ণেই ও যুজবেন্দ্র চাহল। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়তে পারেন অনেক সিনিয়ার খেলোয়াড়।
advertisement
প্রসঙ্গত, ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারকাদের ছাড়া তরুণ দল নিয়ে গিয়েই সাফল্য পেয়েছিলেন এমএস ধোনি। আগামি বছরও সেই পথেই হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup: ৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল! এবার কি কাটবে খরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement