MI vs CSK: ধোনির চেন্নাইকে হারাতে সচিনের ক্লাসে মুম্বই! আজ রোহিত শর্মার নতুন চ্যালেঞ্জ

Last Updated:
ধোনি বনাম রোহিত মেগা লড়াই আজ
ধোনি বনাম রোহিত মেগা লড়াই আজ
মুম্বই: আইপিএলের ইতিহাসে দুটো সবচেয়ে সফল দল। একজন পাঁচবারের চ্যাম্পিয়ন, অন্যজন চারবারের। তাই এই লড়াইটা বাকিদের থেকে আলাদা তাতে আশ্চর্যের কিছু নেই। আরব সাগরের পারে আইপিএলের ‘এল ক্লাসিকো’ নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই ম্যাচ মানে যে প্রতিযোগিতার সবচেয়ে সফল দুই দলের টক্কর। আর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দ্বৈরথ।ওয়াংখেড়েতে দু’দিন ধরে মাস্টার ব্লাস্টারের ক্লাসে হাজিরা দিয়েছেন রোহিত।
ভক্তরা তাই তাঁর ব্যাটে রান দেখার আশায়। সচিনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন রোহিত। তিলক বর্মা, ওয়াধেরার মতো তরুণ ব্যাটসম্যানদের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন সচিন। কথা বলেছেন সূর্য কুমারের সঙ্গেও। হার্দিক পান্ডিয়া এবং পোলার্ড দল ছাড়ার পর ওই জায়গায় সেই রকম দায়িত্ব নিতে পারছে না গ্রিন অথবা টিম ডেভিড।
advertisement
advertisement
এটাই কিছুটা চিন্তায় রেখেছে মুম্বইকে। চেন্নাইয়ের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও চাপে রাখছে ধোনিকে। রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপাণ্ডেরা প্রচুর ওয়াইড, নো-বল করেছিলেন আগের ম্যাচে। দীপক চাহারকেও ছন্দে দেখা যায়নি। বিরক্ত এমএসডি নেতৃত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন তার পর।
ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়েকে আটকে রাখাটা রীতিমতো চ্যালেঞ্জের হতে চলেছে। পাশাপাশি মঈন আলি, বেন স্টোকস, শিবম দুবে, অম্বাতি রায়াডু, জাদেজা, ধোনিও রয়েছেন সিএসকের ব্যাটিং লাইন আপে। কাগজে-কলমে চেন্নাইয়ের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে। তবে রোহিত খেলে দিলে পাল্টে যেতেই পারে সমীকরণ।
advertisement
আর চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড বেশ উজ্জ্বল। মোট ৩৪ বারের সাক্ষাতে ২০বারই জিতেছে ইন্ডিয়ান্সরা। তবে এটা এমন একটা ম্যাচ যেখানে রেকর্ড শুধু কথা বলে না। আসল সময় চাপের মধ্যে যারা পারফর্ম করতে পারবে এবং ভুল কম করবে শেষ পর্যন্ত তারাই বাজিমাত করবে। তাই রোহিতের মুম্বই নাকি ধোনির চেন্নাই? শেষ হাসি কারা হাসে উত্তর দেবে আজ রাত।
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs CSK: ধোনির চেন্নাইকে হারাতে সচিনের ক্লাসে মুম্বই! আজ রোহিত শর্মার নতুন চ্যালেঞ্জ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement