ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক রোহিতের !

Last Updated:
ভারত: ৩৯২/৪ ( ৫০ ওভার)
#মোহালি: তিনি ছন্দে থাকলে যেকোনও অসম্ভব কাজও তুচ্ছ মনে হবে ৷ বিপক্ষকে দুমড়ে দেওয়ার সমস্ত গুণই যে তাঁর রয়েছে, তা কারোরই অজানা নয় ৷ নিজের দিনে বিশ্বের তাবড় তাবড় বোলারদেরও হেলায় মাঠের বাইরে ফেলার ক্ষমতা তাঁর রয়েছে ৷ সেখানে শ্রীলঙ্কার বোলিং আর কী ই বা এমন কঠিন চ্যালেঞ্জ ৷ ওয়ান ডে-তে আরও একবার ডাবল সেঞ্চুরি করতে সফল রোহিত শর্মা ৷ একবার বা দু’বার নয় ৷ এই নিয়ে তিন বার ৷ ক্যাপ্টেন হিসেবেও একদিনের ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতরান করতে সফল রোহিত ৷
advertisement
একটা সময় ছিল যখন ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরি করাটা প্রায় অসম্ভব কাজের মধ্যে ধরা হত ৷ কিন্তু ধারণাটা বদলাল মাস্টার ব্লাস্টারের গ্বালিয়ারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা দু’শোর পর থেকেই ৷ এরপর বীরেন্দ্র সেহওয়াগ, তারপর রোহিত শর্মা ৷ ভারতীয় ব্যাটসম্যানদের অনেক দ্বিশতরানের ইনিংসই দেখে ফেলেছেন দেশের ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু একজন ব্যাটসম্যান ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক করছেন, এই দৃশ্য দেখাটাও যে অনেক সৌভাগ্যের ৷
advertisement
advertisement
Rohit sharma 200 (1)
ধরমশালায় লজ্জাজনক হারের পর বুধবারের ম্যাচ ‘ডু অর ডাই’ ম্যাচ ভারতের কাছে ৷ বিরাটের অনুপস্থিতিতে ক্যাপ্টেন রোহিতের কাছেও তাই এই সিরিজ ‘বিগ টাস্ক’ ৷ আগের ম্যাচে হারার পরেই রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন সিরিজে ভারত ঘুরে দাঁড়াবেই ৷ কিন্তু ক্যাপ্টেন নিজে যে এমন অসাধারণ একটা ইনিংস খেলবেন, তা কেই বা আর জানত ৷ ১৫৩ বলে ২০৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান তিনি ৷ বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে তিনটে ডাবল সেঞ্চুরি করার নজির গড়লেন রোহিত ৷
advertisement
DQ6qIkqX0AENs2z
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক রোহিতের !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement