Rod Marsh Passes Away: ৭৪ বছর বয়সে প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রড মার্শ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rod Marsh Passes Away: বৃহস্পতিবার অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রড মার্শ।
অ্যাডিলেড: প্রয়াত হলেন রড মার্শ (Rod Marsh)। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন উইকেটরক্ষকের বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ গত বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ক্যুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মার্শ। বৃহস্পতিবার অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (Rod Marsh Passes Away)।
🏏🇦🇺 @CricketAus Test captain, @PatCummins30 has paid tribute to the late Rod Marsh, saying he was a ‘colossal’ figure that will have a long-lasting legacy with the players.
✍️ Tributes: https://t.co/6am4APMCiO 🗞️ More: https://t.co/lEryYTydWb 🎥 Cricket Australia pic.twitter.com/G7c5tA9okv — ABC SPORT (@abcsport) March 4, 2022
advertisement
advertisement
আরও এক কিংবদন্তি ক্রিকেটারকে হারাল ক্রিকেটবিশ্ব। মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রড মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শুক্রবার সকালে রড মার্শের মৃত্যুর খবর জানানো হয় ৷ মার্শের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া অজি ক্রিকেট মহলে ৷ অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা, প্রত্যেকেই ট্যুইট করে মার্শের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মার্শ ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক যিনি টেস্টে শতরান করেছিলেন।
advertisement
We are deeply saddened by the passing of Rod Marsh.
A brilliant wicketkeeper and hard-hitting batter, Rod's contribution to Australian cricket was outstanding and he will be truly missed. Our thoughts are with his wife Ros, children Paul, Dan and Jamie and his many friends. pic.twitter.com/DXR0rEyZjx — Cricket Australia (@CricketAus) March 4, 2022
advertisement
অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলা রড মার্শ তাঁর ৩ সন্তান ও স্ত্রী রসকে রেখে গিয়েছেন। এক দিনের ম্যাচ খেলেছেন ৯২টি। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১২২৫ রান করেছেন রড মার্শ।
Location :
First Published :
March 04, 2022 9:12 AM IST